মাস্কের নতুন X Chat: মেসেজিং দুনিয়ায় আসছে বড় বিপ্লব

সোশ্যাল মিডিয়ার নতুন যুগ গড়ার লক্ষ্যে আরও এক ধাপ এগোলেন এলন মাস্ক। এক্স প্ল্যাটফর্মকে “সবকিছুর অ্যাপ” বানানোর স্বপ্নকে সামনে রেখে তিনি আনলেন নতুন মেসেজিং পরিষেবা X Chat। এটি শুধু সাধারণ চ্যাটিং অ্যাপ নয়—বরং হোয়াটসঅ্যাপ, সিগন্যাল বা আরাট্টাইয়ের মতো জনপ্রিয় অ্যাপগুলির সঙ্গে সরাসরি টক্কর দেওয়ার মতো শক্তিশালী ফিচারে ভরপুর।

মাস্ক নিজেই এক্স-এ পোস্ট করে জানিয়েছেন, এন্ড-টু-এন্ড এনক্রিপশন, অডিও–ভিডিও কলিং, ফাইল শেয়ারিং থেকে শুরু করে X Money–র মতো আর্থিক লেনদেনের সুবিধা—সব মিলিয়ে X Chat হতে চলেছে ভবিষ্যতের দ্রুততম এবং সবচেয়ে নিরাপদ মেসেজিং অ্যাপ।

প্রাইভেসি-প্রথম অ্যাপ: পুরো চ্যাটই এনক্রিপ্টেড

বর্তমান সময়ে ব্যবহারকারীদের সবচেয়ে বড় চিন্তা ব্যক্তিগত গোপনীয়তা। সেই জায়গাতেই মাস্কের নতুন অ্যাপ দিচ্ছে সবচেয়ে বড় নিশ্চয়তা।
X Chat-এর মাধ্যমে পাঠানো মেসেজ, ফাইল, ছবি কিংবা ভিডিও—সবই থাকবে এনক্রিপ্টেড। অর্থাৎ, মেসেজ পাঠক এবং গ্রাহক ছাড়া কেউই তা পড়তে পারবে না। এমনকি X–এর সার্ভারেও কোনও ডেটার পাঠযোগ্য কপি থাকবে না।

আগে যেখানে হোয়াটসঅ্যাপ শুধুমাত্র ব্যক্তিগত চ্যাটে এনক্রিপশন দিত, সেখানে X Chat গ্রুপ চ্যাটও সম্পূর্ণ এনক্রিপ্টেড করছে। ফলে ডেটা চুরি, হ্যাকিং বা প্রাইভেসি লিকের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমবে।

এডিট-ডিলিট—কোনও চিহ্নই থাকবে না

হোয়াটসঅ্যাপ বা অন্যান্য অ্যাপে ডিলিট করা মেসেজে “This message was deleted” দেখা যায়।
কিন্তু X Chat-এ কোনও ট্রেস ছাড়াই ডিলিট বা এডিট করা যাবে।
ব্যবহারকারী ইচ্ছে মতো মেসেজ বদলাতে পারবেন, আর অপর পক্ষ তা জানতে পারবে না বলেই দাবি কোম্পানির।
এই ফিচারটি গোপন চ্যাটিংকে আরও শক্তিশালী করে তুলবে বলেই বিশেষজ্ঞদের অনুমান।

স্ক্রিনশট ব্লক—প্রাইভেসির ক্ষেত্রে গেম চেঞ্জার

X Chat-এর আরেক অভিনব ফিচার হল স্ক্রিনশট ব্লক অপশন।
ব্যবহারকারী চাইলে চ্যাটের স্ক্রিনশট সম্পূর্ণ নিষিদ্ধ করতে পারবেন। কেউ যদি স্ক্রিনশট নেওয়ার চেষ্টা করে, সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে চ্যাট মালিকের ফোনে।
সাইবার সুরক্ষার দুনিয়ায় এটি একটি বড় পদক্ষেপ বলেই ধরা হচ্ছে।

বিজ্ঞাপনমুক্ত ও ডেটা-ট্র্যাকিংহীন অভিজ্ঞতা

এলন মাস্ক জানিয়েছেন,
“X Chat হবে একদম বিজ্ঞাপনমুক্ত প্ল্যাটফর্ম।”
অর্থাৎ চ্যাট করতে করতে হঠাৎ কোনও অ্যাড ভেসে উঠবে না।
সবচেয়ে বড় কথা—ব্যবহারকারীর কার্যকলাপ ট্র্যাক করেও বিজ্ঞাপন দেখানো হবে না।
মাস্কের মতে, ব্যবহারকারীর স্বাধীনতা ও গোপনীয়তাই X Chat-এর মূল ভিত্তি।

উপলব্ধতা: আপাতত iOS ও ওয়েবেই, অ্যান্ড্রয়েডে আসছে শিগগিরই

বর্তমানে X Chat ব্যবহার করা যাচ্ছে
iOS অ্যাপে, এবং
ওয়েব ব্রাউজারে।

আরও পড়ুন
এলন মাস্কের ‘ভিনগ্রহী’ রসিকতা ফের ভাইরাল, গ্রিন কার্ডের ‘এলিয়েন রেজিস্ট্রেশন’ ট্যাগে মিমের বন্যা
ক্রিয়েটারদের কথা ভেবে এবার এলন মাস্ক এক্স হ্যান্ডেলে আনলেন বিরাট এক বদল, আর নয় বিজ্ঞাপনের উপর ভরসা!

খুব শীঘ্রিই অ্যান্ড্রয়েডেও অ্যাপটি লঞ্চ হবে বলে সূত্রের খবর। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা তাই এখন থেকেই আগ্রহের সঙ্গে অপেক্ষা করছেন।

যেমনটা দেখাচ্ছে, X Chat শুধু আরেকটি মেসেজিং অ্যাপ নয়—বরং ডিজিটাল প্রাইভেসি এবং অল-ইন-ওয়ান পরিষেবার ভবিষ্যৎ সংস্করণ। এখন শুধু সময়ের অপেক্ষা, এটি সত্যিই কি হোয়াটসঅ্যাপের চাপ ভাঙতে পারবে?

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক