জি বাংলার পর্দায় বড়সড় পরিবর্তনের ইঙ্গিত মিলল। ক’দিন আগেই জানা গিয়েছিল, নতুন মেগা ‘বেশ করেছি প্রেম করেছি’-তে মুখ্য চরিত্রে দেখা যাবে কৌশিকী পালকে। তাঁর সঙ্গেই দীর্ঘদিন পর টেলিভিশনে ফিরছেন জনপ্রিয় অভিনেত্রী ইন্দ্রাণী দত্ত। নায়ক হিসেবে থাকছেন রাজদীপ গোস্বামী। ইতিমধ্যেই প্রচারিত হয়েছে ধারাবাহিকের প্রথম প্রোমো। এবার সামনে এলো সম্প্রচারের সময়সূচি, যা ঘিরেই শুরু হয়েছে নতুন জল্পনা।
কোন মেগার কপাল পুড়ছে?
চ্যানেল সূত্রে জানা গিয়েছে, ‘বেশ করেছি প্রেম করেছি’ সম্প্রচারিত হবে সন্ধ্যা ৭টা থেকে। আর বর্তমানে এই স্লটেই দেখানো হয় জি বাংলার সুপারহিট সিরিয়াল ‘জগদ্ধাত্রী’। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে—তাহলে কি শেষ হতে চলেছে টিআরপি-শীর্ষে থাকা এই ধারাবাহিক?
২০২২ সালের অগস্টে শুরু হয়েছিল ‘জগদ্ধাত্রী’। শুরু থেকেই ধারাবাহিকটি টিআরপি-র প্রথম পাঁচে নিজের জায়গা পাকা করে নেয়। আজকাল যেখানে বহু সিরিয়াল কয়েক মাসের মধ্যেই শেষ হয়ে যায়, সেখানে টানা দুই বছরেরও বেশি সময় ধরে নিজের জনপ্রিয়তা ধরে রেখেছে ‘জগদ্ধাত্রী’। তবুও কিছুদিন আগে গুঞ্জন উঠেছিল—শোটি নাকি চলতি বছরের শেষের দিকেই শেষ হতে পারে। আর নতুন মেগার স্লটে সেই আশঙ্কাই যেন আরও জোরদার হল।
কখন শুরু হচ্ছে নতুন ধারাবাহিক?
যাঁরা ভাবছেন নভেম্বরেই হয়তো নতুন শো শুরু হচ্ছে, তাঁদের জন্য সুখবর—এ মাসে ভাঙছে না ‘জগদ্ধাত্রী’ অনুরাগীদের মন। জানা গিয়েছে, ‘বেশ করেছি প্রেম করেছি’ শুরু হবে আগামী ৮ ডিসেম্বর থেকে। অর্থাৎ খুব সম্ভবত ৭ ডিসেম্বরই শেষবারের মতো সম্প্রচারিত হবে ‘জগদ্ধাত্রী’-র অন্তিম পর্ব।
জেন-জি প্রেম থেকে দুই প্রজন্মের গল্প
নতুন ধারাবাহিকটি মূলত দুই প্রজন্মের প্রেমকাহিনীকে কেন্দ্র করে গড়ে উঠেছে। প্রোমো থেকেই স্পষ্ট—গল্পের কেন্দ্রে রয়েছে জেন-জি প্রেম। রাজদীপকে দেখা যাবে ‘স্বয়ম’-এর চরিত্রে, আর কৌশিকীকে দেখা যাবে ‘জুঁই’ রূপে। পাশাপাশি পুরোনো প্রজন্মের প্রেমও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। দুটি ভিন্ন লেন্সে দেখা যাবে সম্পর্ক ও অনুভূতির ভিন্নতর দৃষ্টিকোণ।
স্নেহাশিস চক্রবর্তীর নতুন প্রজেক্ট
এই ধারাবাহিকের প্রযোজনা ও পরিচালনা করছেন স্নেহাশিস চক্রবর্তী। উল্লেখ্য, ‘জগদ্ধাত্রী’-র পরিচালকও তিনিই। ফলে দর্শক ও টিআরপি তালিকায় নতুন শো কতটা জায়গা করে নিতে পারে, তা নিয়ে উৎসাহ তুঙ্গে।
এখন দেখতে হবে—‘বেশ করেছি প্রেম করেছি’ কি ‘জগদ্ধাত্রী’-র সাফল্য ছাপিয়ে দর্শকদের মন জয় করতে পারে, নাকি নতুন স্লটেই শুরু হবে নতুন প্রতিযোগিতা? সময়ই দেবে উত্তর।
আরও পড়ুন
মাদক মামলায় তলব শ্রদ্ধা কাপুরের ভাই সিদ্ধান্ত, জেরায় উঠে এসেছে আরও বলিউড তারকার নাম
