ধর্মেন্দ্রকে শ্রদ্ধা জানাতে হেমা মালিনীর আলাদা প্রার্থনা সভা, কোন কোন তারকা ছিলেন উপস্থিত?

বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র ২৪ নভেম্বর প্রয়াত হন। তাঁর মৃত্যুতে পুরো বলিউড জগতে তৈরি হয়েছে শোকের ছায়া। প্রথম স্ত্রী প্রকাশ কৌর ও দুই ছেলে সানি দেওল এবং ববি দেওল ২৭ নভেম্বর একটি বড় প্রার্থনা সভার আয়োজন করেন। তবে নজর কেড়েছিল ধর্মেন্দ্রর দ্বিতীয় স্ত্রী হেমা মালিনী এবং তাঁদের দুই মেয়ে এষা ও অহনার অনুপস্থিতি। ঠিক সেই সময়েই হেমা মালিনী নিজের বাড়িতে আলাদা প্রার্থনা সভার আয়োজন করেন, যা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

হেমা মালিনীর বাড়িতে ভজন–গীতা পাঠ, কোন তারকারা এলেন?
প্রকাশ কৌরের আয়োজিত প্রার্থনা সভার সমান্তরাল সময়েই একজন পণ্ডিতকে হেমা মালিনীর বাড়িতে প্রবেশ করতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই একে একে পৌঁছাতে থাকেন বলিউডের পরিচিত মুখ।
হেমা মালিনীর বাড়ির প্রার্থনা সভায় উপস্থিত ছিলেন—
মহিমা চৌধুরী
গোবিন্দার স্ত্রী সুনীতা আহুজা
সুনীতার ছেলে যশবর্ধন
এষা দেওলের প্রাক্তন স্বামী ভরত তখতানী
এ ছাড়াও আরও অনেক শিল্পী ও ঘনিষ্ঠজনকে হেমার বাড়িতে দেখা যায়।

সুনীতা আহুজার আবেগঘন প্রতিক্রিয়া
হেমা মালিনীর বাড়িতে ভজন–সন্ধ্যা ও ভগবত গীতা পাঠের আয়োজন হওয়ার খবর নিশ্চিত করে সুনীতা আহুজা বলেন—
“হেমা জি তাঁর বাড়িতে ভগবত গীতা পাঠ এবং ভজনের আয়োজন করেছিলেন। আমরা সবাই ভজন শুনেছি। হেমা জির সামনে কান্না আটকাতে পারিনি।”
সুনীতার এই প্রতিক্রিয়া থেকেই স্পষ্ট, আয়োজনটি ছিল আবেগে ভরা এবং অত্যন্ত ব্যক্তিগত।

ধর্মেন্দ্রর দুই পরিবার—একই দিনের দুই অনুষ্ঠান
ধর্মেন্দ্রর প্রথম স্ত্রী প্রকাশ কৌর, যাঁর সঙ্গে তাঁর চার সন্তান—সানি, ববি, বিজেতা ও অজিতা—সেদিন একটি বড় প্রার্থনা সভার আয়োজন করেন। অন্যদিকে, হেমা মালিনী তাঁর দুই মেয়ে এষা ও অহনা-কে নিয়ে আলাদাভাবে বাড়িতে একটি অন্তরঙ্গ ভজন–সন্ধ্যার ব্যবস্থা করেন।
দুই পরিবারের এই আলাদা অনুষ্ঠানকে কেন্দ্র করেই বহু জল্পনা তৈরি হয়েছে।

শেষ সময়ে তাঁর স্বাস্থ্য পরিস্থিতি
মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতাল থেকে নভেম্বরের শুরুতে ছাড়া পেয়েছিলেন ধর্মেন্দ্র। বাড়িতেই তাঁর যত্ন নেওয়া হচ্ছিল। কিন্তু হঠাৎ শরীরের অবনতি হলে ৮৯ বছর বয়সে তাঁর মৃত্যু হয়।

শেষ কথা
একই দিনে দুটি আলাদা প্রার্থনা সভা—একটি মূল পরিবারের পক্ষ থেকে, আরেকটি হেমা মালিনীর বাড়িতে—ধর্মেন্দ্রর প্রতি দুই পরিবারের আবেগ ও ব্যক্তিগত সম্পর্কের জটিলতার ইঙ্গিত বহন করে। তবে উভয় অনুষ্ঠানেই তাঁর স্মৃতিকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়েছে, যা প্রমাণ করে যে বলিউডের ‘হি-ম্যান’-এর প্রতি ভালোবাসা কখনও বিভক্ত হয় না।

আরও পড়ুন
ধর্মেন্দ্রর ৫০০ কোটির সাম্রাজ্য: কেন কিছুই পাচ্ছেন না হেমা মালিনী?

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক