Ishaa: সম্প্রতি এবার শাড়িতে তাক লাগানেন ‘বং ক্রাশ’ ইশা সাহা(Ishaa)। তাকে দেখে রীতিমতো চোখ সরাতে পারছেন না নেটিজেনরা। বরাবর এই অভিনেত্রীকে শাড়িতে অসাধারণ লাগে দেখতে। আর বেশিরভাগ সময় থাকে শাড়িতেই দেখা যায়। সম্প্রতি সেরকমই একটি বেনারসী শাড়িতে লাবণ্যময়ী হয়ে উঠেছিলেন তিনি।
মূলত তার আগামী সিনেমা ‘লহ গৌরাঙ্গের নাম রে’ প্রচারের জন্য একটি অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি। সেখানেই তাকে এই সাজে দেখা গিয়েছে। তবে তার আগে করে নিয়েছেন বেশ কিছু ফটোশ্যুট। যার ঝলক ভাগ করে নিয়েছেন সকলের সাথে। আর ক্যাপশনে লিখে দিয়েছেন প্রমোশনের জন্যই এই ছবিগুলি তোলা।
ছবিতে তাকে হালকা বেগুনী এবং সোনালী রঙের একটি বেনারসীতে দেখা গিয়েছে। সাথে মানানসই গয়না এবং মেকআপ অসাধারণ করে তুলেছিল তার সাজকে। তাইতো পোস্ট করতেই সেগুলি ভাইরাল ঝড়ের গতিতে। পাশাপাশি সেখানে বিভিন্ন প্রশংসাসূচক মন্তব্যে ভরিয়ে তুলেছেন ভক্তরা।
উল্লেখ্য, বেশিরভাগ সময় শাড়িতেই দেখা যায় অভিনেত্রীকে। তিনি জানেন কোন পোশাকে তাকে সবথেকে বেশি সুন্দরী লাগে। যদিও ওয়েস্টার্নেও সাবলীল তিনি। সময়ের সাথে সাথে তার সৌন্দর্য্য এতটাই বেড়েছে যে তাকে সকলে ‘বং ক্রাশ’ হিসেবে ব্যাখ্যা দিয়েছেন। যদিও তার মনের মানুষটিকে এখনো প্রকাশ্যে আনেননি।
এমনকি এও জানা যায়নি তার আদৌ কোনো মনের মানুষ আছেন কিনা। অন্যদিকে কিছুদিন পরই মুক্তি পাবে সৃজিত মুখার্জির ‘লহ গৌরাঙ্গের নাম রে’। যেখানে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন তিনি। এছাড়াও সেখানে দেখা যাবে শুভশ্রী, দেবজ্যোতি, যীশু প্রমুখদের।
#lawhogourangernaamre #Ishaasaha