Nusrat-Yash: বিয়ের মরশুমে সবুজ আনারকলিতে রাজকীয় নুসরত, ক্যাজুয়াল যশের সঙ্গে ভাইরাল ছবি

Nusrat-Yash: বিয়েবাড়ির মরশুমে মেতে উঠলেন অভিনেত্রী নুসরত জাহান (Nusrat) এবং তার স্বামী যশ দাশগুপ্ত (Yash)। জমকালো সাজে তারা পৌঁছে গিয়েছিলেন কাছের মানুষের বিয়ের অনুষ্ঠানে। অনেকেই জানেন, শীত মানেই বিয়ের মরশুম। সাধারণ মানুষ থেকে শুরু করে তারকারা, প্রত্যেকেই জীবনের নতুন অধ্যায় শুরু করেন এই সময়ে।

​শহরের কোনো এক বন্ধুর বিয়েতে উপস্থিত হয়েছিলেন নুসরত এবং যশ। এদিন জমকালো সাজে দেখা গিয়েছিল তাদের। নুসরতের পরনে ছিল সবুজ রঙের একটি আনারকলি সালোয়ার কামিজ। সাথে মানানসই ভারী গয়না এবং কানের দুল তার সাজকে অনেক বেশি রাজকীয় ও আভিজাত্যপূর্ণ করে তুলেছিল।

​অন্যদিকে, যশকে ক্যাজুয়াল পোশাকেই দেখা গিয়েছিল। তার পরনে ছিল নীল রঙের একটি শার্ট। একসঙ্গে একাধিক ছবিতে দেখা গিয়েছে দু’জনকে। কখনো দেখা যায় পাশাপাশি দাঁড়িয়ে হাসিমুখে পোজ দিয়েছেন, আবার কখনো নিজেদের আলাদা ছবি তুলতেও দেখা গিয়েছে। এই ছবি পোস্ট হতেই তা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুন
ছ’বছরের প্রেমে বাগ্‌দানের সিলমোহর: কবে বিয়ে করছেন অর্জুন রামপাল ও গ্যাব্রিয়েলা?

​বিভিন্ন প্রশংসাসূচক মন্তব্যে ভরে উঠেছে সেই পোস্ট। তবে তারা যে ছবিগুলো পোস্ট করেছেন, সেগুলো ছাড়াও আরও কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে। যেখানে এই তারকা দম্পতির পুত্র সন্তান ঈশানকে দেখা গিয়েছে। সেই ছবিগুলো দেখে ঈশানকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন ভক্তরা।

আরও পড়ুন
আরও দূরে চলো যাই… দ্বিতীয় বিবাহবার্ষিকীতে ইন্দোনেশিয়ায় ‘হারালেন’ সৌরভ-দর্শনা

​উল্লেখ্য, সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় নুসরত এবং যশ। জীবনের নানান মুহূর্তগুলোকে সকলের সাথে ভাগ করে নেন তারা। শুরুর দিকে এই নিয়ে কটাক্ষ হলেও, ধীরে ধীরে সেসব ভুলে গিয়েছেন নেটিজেনরা। বর্তমানে তারা কোনো ছবি পোস্ট করলে সেখানে ভালোবাসা জানাতেই দেখা যায় সকলকে।

আরও পড়ুন
Swastika: ৪৫তম জন্মদিনে হলুদ বিকিনিতে শরীরের পরিবর্তন তুলে ধরে স্বস্তিকার জোরালো বার্তা

#Nusrat #Yash #Wedding

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক