শ্রীময়ীর একটি বিশেষ জিনিসে মন মজেছে তার স্বামী তথা অভিনেতা কাঞ্চন মল্লিকের। সম্প্রতি তার শেয়ার করা একটি ভিডিওতে তেমনটাই জানা গিয়েছে। গত ২রা মার্চ বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন শ্রীময়ী এবং কাঞ্চন। বিয়ের পর রীতিমতো বউকে চোখে হারাচ্ছেন অভিনেতা।
এই কথা আগেই জানিয়েছিলেন শ্রীময়ী। আর এবার আরও একটি ভিডিও পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। যেখানে শ্রীময়ী বলছেন, ‘অষ্টমঙ্গলা শেষ। এবার বাপের বাড়ি ছেড়ে কোথায় যাচ্ছি?’ যা শোনার পর কাঞ্চন বলেন, ‘এবার যাবে নিজের শ্বশুরবাড়ি মানে আমার বাড়ি।’
পাশেই বসে থাকা মায়ের দিকে তাকিয়ে শ্রীময়ী বলেন, ‘মা কিছু বলো।’ তাতে তার মা মাথায় হাত বুলিয়ে বলেন, ‘কী আর বলবো বাবু? খুব ভালো থাকো। সুখে থাকো। নিজের শ্বশুরবাড়ি নিজের সংসার করো মন দিয়ে ব্যস।’ এরপরেই শ্রীময়ী বলেন, ‘আমার তো সেই হাত বাড়ালেই বন্ধুর মতো। যখন ইচ্ছে ব্যাগ গুছিয়ে চলে আসতে পারবো।’
আরো একবার কাঞ্চনের কাছে তিনি বলেন, ‘এই যে কিছু বলো।’ এরপর অভিনেতা আদুরে গলায় বলেন, ‘আর কী বলবো? এবার একসঙ্গে পথচলা হবে।’ এরপরে তাকে শ্রীময়ী বলেন, ‘এই যে আমি সিঁদুর পরে বসে আছি আর তুমি একশোটা ছবি তুলছো কেন?’ যা শুনে বেশ লজ্জা পেয়ে কাঞ্চন বলেন, ‘ভালো লাগছে তাই।’
অর্থাৎ শ্রীময়ীকে সিঁদুর পরিহিত অবস্থায় দেখে কাঞ্চনের এতোটাই ভালো লাগছে যে বারবার তার ছবি তুলছেন। এর আগে শোনা গিয়েছিল বউকে রীতিমতো চোখে হারাচ্ছেন তিনি। এমনকি রান্না ঘরে চা টুকু’ও বানাতে দিচ্ছেন না, পাছে হাত পুড়িয়ে ফেলেন।