Realme 12X 5G: দেশের বাজারে লঞ্চ হল Realme 12X 5G স্মার্টফোন। ইতিমধ্যে স্মার্টফোনটি সম্পর্কে কৌতুহলি হয়েছেন অনেকেই। তাই আজকের প্রতিবেদনে জেনে নেওয়া যাক কি কি রয়েছে(Realme 12X 5G Features) নতুন স্মার্টফোনে। জানা যাচ্ছে, স্মার্টফোনটির তিনটি ভ্যারিয়েন্ট লঞ্চ হয়েছে। যাদের দামে রয়েছে সামান্য পার্থক্য।
Realme 12X 5G Launch Date in India
ভারতে ২ এপ্রিল দুফুর ১২টায় লঞ্চ হয়েছে(Realme 12X 5G Launching on 2 Apr 12:00 pm)।
Realme 12X 5G Features
স্মার্টফোনটিতে রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ৬১০০ প্লাস প্রসেসর। এর পাশাপাশি ৫০০০ এমএএইচ ব্যাটারি ও SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট। যার ফলে দ্রুত চার্জ হবে স্মার্টফোনটি। এতে রয়েছে ডায়নামিক বাটন, এয়ার জেসচার, মিনি ক্যাপস্যুল ২.০।
Realme 12X 5G price in India
*Realme 12X 5G স্মার্টফোনটির তিনটি ভ্যারিয়েন্টে রয়েছে সামান্য পার্থক্য। প্রথম ভ্যারিয়েন্টে রয়েছে ৪ জিবি র্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল মেমোরি। এই ভ্যারিয়েন্টটির দাম ১১,৯৯৯ টাকা।
*অপর ভ্যারিয়েন্টটিতে রয়েছে ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল মেমোরি। এই ভ্যারিয়েন্টটির দাম ১৩,৪৯৯ টাকা।
*শেষ ভ্যারিয়েন্টটিতে রয়েছে ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল মেমোরি যেটির দাম ১৪,৯৯৯ টাকা। স্মার্টফোনটিতে রয়েছে ৬.৭৩ ইঞ্চি ডিসপ্লে ও ১২০ হার্টজ ও IPS LCD স্ক্রিন।
স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড ১৪ ভার্সনে তৈরি। প্রাউমারি ক্যামেরায় রয়েছে ৫০ মেগাপিক্সেল কোয়ালিটি ও ম্যাক্রো ক্যামেরা ২ মেগাপিক্সেল এবং ফ্রন্ট ক্যামেরা ৮ মেগাপিক্সেল। এছাড়া স্মার্টফোনটিতে রয়েছে ব্লুটুথ, ওয়াইফাই, জিপিএস, ডুয়াল ৫ জি সাপোর্ট।
Realme 12X 5G on flipkart
ইতিমধ্যই স্মার্টফোনটি কিনতে পাওয়া যাচ্ছে ফ্লিপকার্ট(Realme 12X 5G on flipkart)-এ,
এছাড়াও আমাজনের মতন ই-কমার্স সাইটে। স্মার্টফোনটি দু’টি রঙে লঞ্চ হতে চলেছে। একটি টুইলাইট পার্পেল ও অপরটি উডল্যান্ড গ্রীন।
আরও পড়ুন,
*Lenovo Tablet: দাম কুড়ি হাজারের নিচে! ভারতে লঞ্চ হয়েছে Lenovo Tab M11
*বাবা স্টান্ট মাস্টার, স্ত্রী বিখ্যাত নায়িকা, চিনতে পারলেন বলিউডের ‘হিট মেশিন’কে?