কামাক্ষ্যা মায়ের মন্দিরে মধুমিতা, অসাধারণ মুহূর্ত পোস্ট করলেন জনপ্রিয় অভিনেত্রী

kmc 20240414 093111

টলি পাড়ার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার। একের পর এক ছবিতে অভিনয় করে আজ তিনি জনপ্রিয়তা অর্জন করেছেন। প্রথম তার টেলিভিশনের পর্দায় আগমন ঘটে ধারাবাহিকের হাত ধরে। ধারাবাহিকে অভিনয় করার পর ধীরে ধীরে তিনি জনপ্রিয় হয়ে উঠতে শুরু করেন। এরপর তার বড় পর্দায় ডাক পড়ে। সেখানেও বেশ চুটিয়ে অভিনয় করে চলেছেন অভিনেত্রী।

কাজের ফাঁকে নিজেকেও সময় দেন মধুমিতা। নিজের জীবনে সবকিছুকে গুরুত্ব দেন তিনি। যেমন পেশার প্রতি অবিচল ও সৎ তেমনই মনকে ভালো রাখতে মাঝেমধ্যে ভ্রমণে বেরিয়ে পড়েন মধুমিতা। সম্প্রতি তাকে নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি রিল ভিডিও পোস্ট করতে দেখা গিয়েছে। আর সেই ভিডিও পোস্ট করার পর তা ভাইরাল হয়েছে নিমেষেই।

সম্প্রতি তিনি গিয়েছিলেন অসমের গুয়াহাটির কামাক্ষ্যা মায়ের মন্দিরে। সেখানে গিয়ে পুজো দিয়েছেন তিনি। সেই ভিডিও তার রিলে ধরা পড়েছে। মন্দিরের অন্দরের একাধিক ভিডিও রিলে জুড়ে দিয়েছেন মধুমিতা। এর পাশাপাশি তাকে পুজো দিতে দেখা গিয়েছে। তার কপালে সিঁদুর পুজোর চিহ্ন হিসেবে। পরনে তাকে দেখা গিয়েছে একটি লাল টকটকে শাড়িতে।

আরও পড়ুন,
*সোহম-পরীমনির ছবিতে এবার তৃতীয় মুখ মধুমিতা সরকার, তাহলে কি থ্রিলারেও থাকবে ত্রিকোণ প্রেমের ছোঁয়া?

এমন সাজে মন্দিরের ভিতরে একাধিক ছবি ও ভিডিও তুলেছেন তিনি। কখনও সিঁড়ি দিয়ে নামছেন, কখনও হাত দিয়ে সূর্যাস্ত দেখাচ্ছেন। কখনও বা গাড়ির জানলার কাচ থেকে মুখ বের করে ভিডিও তুলেছেন অভিনেত্রী। গোটা ভিডিওটি একটি গানের মধ্যে দিয়ে শেয়ার করেছেন তিনি। ভিডিওটি পোস্ট করতেই ভাইরাল হয়েছে।

আরও পড়ুন,
*ধবধবে সাদা পোশাক, হট পোজ-এ শ্রাবন্তী চট্টোপাধ্যায়
*স্লিভলেস ব্লাউজ, লাল রঙের শাড়িতে মোহময়ী দর্শনা