তীব্র গরমেও ঘর থাকবে এক্কেবারে কুল, জেনে রাখুন উপায়

Even in intense heat, the house will be cool, know the way

তীব্র গরমেও ঘর থাকবে এক্কেবারে কুলSangbad Bhavan

গ্রীষ্মের দাবদাহে রীতিমতো নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। ইতিমধ্যেই বেশ কিছু জেলায় সতর্কতা জারি করা হয়েছে। বলা হয়েছে বিশেষ কোনো কাজ ছাড়া বাইরে না বেরোনোর জন্য। কারণ, বাইরে এতোটাই তাপপ্রবাহ যে মানুষের শরীর খারাপ হয়ে যেতে পারে। তবে ঘরে থাকলেও রেহাই নেই।

Even in intense heat, the house will be cool, know the way

গরমে ঘর ঠান্ডা রাখবেন কিভাবে? জানুন উপায়

দিনে তাপমাত্রা যত বাড়তে থাকে ঘরেও যেন আস্তে আস্তে গরমের প্রভাব বাড়তে থাকে। আর রেহাই পাওয়ার জন্য মানুষ সেই নির্ভরশীল এসি বা ফ্যানের উপর। তবে অনেক সময় লোডশেডিং হওয়ার কারণে এই যন্ত্রগুলোর সুবিধা লাভ করা যায় না। এই পরিস্থিতিতে উপায় কী? সেটাই জানবো এই প্রতিবেদনে।

আরও পড়ুন
*AC ঠান্ডা করছে না? এই কাজ করলেই হু হু করে বেরোবে কুল কুল হাওয়া

নিয়মিত সিলিং ফ্যান পরিষ্কার করুন

Even in intense heat, the house will be cool, know the way

নিয়মিত সিলিং ফ্যান পরিষ্কার করুন

অনেক সময় দেখা যায় সিলিং ফ্যানে নোংরা, ধুলো জমে যাওয়ার কারণে ঠিকঠাক হাওয়া পাওয়া যায় না। আবার সেখান থেকে অনেক সময় গরম হাওয়া বের হয়। তাই নিয়মিত সিলিং ফ্যান পরিষ্কার করুন।

দরজা, জানালায় গাঢ় রঙের পর্দা ব্যবহার করুন

Even in intense heat, the house will be cool, know the way

দরজা, জানালায় গাঢ় রঙের পর্দা ব্যবহার করুন

সকলের বাড়িতে জানালা বা দরজায় হালকা রংয়ের পর্দা থাকে। তবে সেগুলো কিন্তু গরমের তাপ রুখতে ব্যর্থ। তাই দরজা, জানালায় গাঢ় রঙের পর্দা ব্যবহার করুন। এতে ঘরে রোদের তাপ প্রবেশ করবে না।

সকলে গরম থেকে বাঁচতে ঘরের দরজা, জানালা বন্ধ করে রাখেন। তবে যখন সূর্য অস্ত যায় তারপর থেকেই বাইরের তাপমাত্রা কমতে থাকে। এই পরিস্থিতিতে আপনি যদি জানালা, দরজা খুলে দেন তাহলে আপনার ঘর অনেকটাই ঠান্ডা হয়ে যাবে।

আরও পড়ুন
*দোকানের স্বাদে ৫ মিনিটে বাড়িতে বানিয়ে ফেলুন লস্যি
*Splitsvilla 15: সানি লিওনের এই কথা শুনলে ভীষণ খুশি পুরুষরা, কি বললেন প্রাক্তন নীল ছবির নায়িকা