রুক্ষ শুষ্ক মরুভূমিতে সবুজ ঘাস, চরছে গবাদি পশুও! বদলাচ্ছে আরবের মরুভূমি

Green grass in the rough dry desert, grazing cattle! The Arabian desert is changing

হঠাৎ করে রুক্ষ শুষ্ক মরুভূমিতে সবুজ ঘাস৷ দীর্ঘদিন ধরে ধু ধু মরুভূমিতে এমন ভোলবদল দেখলে চমকে যাবে অনেকেই। কিন্তু এমনটাই ঘটেছে সৌদি আরবে। আর এই ঘটনায় সেখানকার বাসিন্দারা চমকে গিয়েছেন। ধু ধু মরুভূমিতে হঠাৎ মরূদ্যান হওয়ায় অনেকেই সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোকরছেন।

আর এভাবেই তা হয়ে গিয়েছে ভাইরাল। অনেকে বলছেন তাবু খাটিয়ে কয়েকদিন থাকবেন৷ আবার কেউ বলছেন এখানে রিসোর্ট খুলবেন। প্রথমে এমন ঘটনায় সেখানকার বাসিন্দারা চমকে গিয়েছিলেন। মরুভূমির মাঝে সবুজ প্রান্তর। যা সেখানকার বাস্তুতন্ত্রে বদল এনে দিয়েছে। মরুভূমিতে এখন চড়ে বেড়াচ্ছে গবাদি পশু।

মক্কা ও মদিনার মাঝে মরুভূমির জমি সবুজ হয়ে উঠেছে। এই ঘটনা ঘটেছে সৌদি আরবের পশ্চিমাঞ্চলে। বিশেষজ্ঞরা বলছেন, অতিবৃষ্টির কারণে এমন ঘটনা ঘটেছে। বৃষ্টির জন্য মাটি ভিজেছে এবং জন্মেছে উদ্ভিদ। এইসমস্ত অঞ্চলে বৃষ্টি হয় না। কিন্তু অতিবৃষ্টির জন্য এমন কাণ্ড ঘটেছে। রুক্ষ জমির মাঝে এমন সবুজ চোখে পড়ার মত। নাসার স্যাটেলাইটেও এই ছবি ধরা পড়েছে।

২০২৩ সালের শেষ দিকে এই অঞ্চল সবুজ হয়ে ওঠে। নভেম্বরে সৌদি আরবের পশ্চিমাঞ্চল ছাড়াও উত্তর সীমান্ত লাগোয়া আল-জাওয়াফ, হায়েল, আল-কাশিমে তুমুল বৃষ্টি হয়েছিল। জলবায়ু এই পরিবর্তনের জন্য দায়ী বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যদিও সেই দেশের সরকার দেশে সবুজ বৃদ্ধি করার জন্য একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। এছাড়া সবুজ জমির আয়তন বৃদ্ধি ও মরুভূমির আয়তন হ্রাস করতে চাইছে সেই দেশের সরকার।

যাতে মরুভূমিতে বাঁচে এমন গাছ লাগাতে বলা হয়েছে। এর পাশাপাশি ২০২১ সালে ওই সরকার একটি পরিকল্পনা গ্রহণ করে। সেই পরিকল্পনা অনুযায়ী, দেশে ২০৩০ সালের মধ্যে ৪৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। সৌদি আরবে রয়েছে ২৭ হেক্টর বনভূমি। সেগুলি যাতে কোনোভাবে আয়তন না কমে তার চেষ্টা চলছে।

আরও পড়ুন,
*লোকাল ট্রেনে যাতায়াত, রান্না করা, সৌরভ কন্যা সানার লন্ডনের জীবন কেমন? জানালেন ডোনা
*AC-র রং সর্বদা সাদা হয় কেন? জানুন করণ