এবার মাত্র ৩০০ টাকা দিয়েই আপনি গরম থেকে রেহাই পেতে পারেন! কী অবাক হচ্ছেন তো? ভাবছেন গ্রীষ্মের তীব্র দাবদাহ থেকে রক্ষা পেতে মানুষ যেখানে হাজার হাজার টাকা খরচ করে এয়ার কুলার, এয়ার কন্ডিশনার কিনছেন সেখানে কীভাবে মাত্র ৩০০ টাকার মাধ্যমে ঘরের তাপমাত্রা কমানো যাবে?
তবে অবাক হওয়ার কিছু নেই এমনটাই সত্যি। আজকের প্রতিবেদনে আমরা সেই তথ্যই তুলে ধরবো আপনাদের সামনে। যার মাধ্যমে মাত্র ৩০০ টাকা খরচ করেই আপনি ঘরের তাপমাত্রা কমিয়ে ফেলতে পারবেন অনেকটা। এই পদ্ধতির নাম ‘রিফ্লেক্টিভ রুফ সারফেস।’
যার অর্থ হলো আপনার বাড়ির ছাদে রোদ পড়লেও সেটি ঘরকে গরম করবে না বরং সেই তাপ প্রতিফলিত হয়ে ফিরে যাবে। এতে ঘর গরম হবে না ফলে সহজেই ঘরের তাপমাত্রা কমে যাবে। ইতিমধ্যেই এই পদ্ধতি ব্যবহার করে উপকৃত হয়েছেন বহু মানুষ।
এই পদ্ধতিতে প্রধান কাজ হল ছাদের মেঝে রং করে দেওয়া। তবে চিন্তার কোনো কারণ নেই এতে ছাদের কোনো ক্ষতি হবে না বরং ছাদের টেকসই বেড়ে যাবে। এর জন্য আপনার প্রয়োজন সাদা সিমেন্ট, চুন এবং ফেভিকল। এই তিনটি ভালোভাবে মিশিয়ে আপনার ছাদের উপরে ছড়িয়ে দিতে হবে।
শুকিয়ে যাওয়ার পর বিকেলে হালকা জলে ছিটিয়ে দিলেই সেটি ছাদের সাথে ভালোভাবে লেগে যাবে। আমরা সকলেই জানি সাদা রং তাপ এবং সূর্যের আলো বিক্ষিপ্ত করে। তাই ছাদের রং সাদা হওয়ার ফলে একটি তাপ গ্রহণ করবে না বরং বিক্ষিপ্ত করে দেবে। এতে ঘর অনেকটাই ঠান্ডা থাকবে।
আরও পড়ুন,
*গ্রীষ্মের দাবদাহে বাড়ির গাছের খেয়াল রাখবেন কিভাবে
*বাড়িতে এসি আছে? মেনে চলুন এই টিপস, কমে যাবে বিদ্যুৎ বিল