তাজ্জব ঘটনা! একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিলেন এক মহিলা

Amazing event! A woman gave birth to five children together

একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিলেন এক মহিলা৷ আর এই ঘটনায় তাজ্জব সকলে। এমন ঘটনা সচরাচর ঘটে না৷ তাই ওই প্রসূতির এমন ঘটনায় চমকে গিয়েছেন সকলে। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরে। গত রবিবার উত্তর দিনাজপুরের ইসলামপুরের আমবাগান এলাকার একটি বেসরকারি হাসপাতালে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিলেন ওই প্রসূতি।

ওই প্রসূতির নাম জানা গিয়েছে, তাহেরা বেগম। বর্তমানে সন্তান ও মা সকলেই ভালো আছেন। শারীরিকভাবে সকলের অবস্থা স্থিতিশীল। জানা যাচ্ছে, বিহারের ঠাকুরগঞ্জ এলাকার বাসিন্দা জাভেদ আলম পেশায় পরিযায়ী শ্রমিক বর্তমানে ভিনরাজ্যে কর্মরত। তার স্ত্রী হলেন ওই পাঁচ সন্তানের মা তাহেরা বেগম।

তাদের একটি ১ বছরের সন্তান রয়েছে। এরইমধ্যে তাহেরা অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। গর্ভাবস্থায় আল্টাসোনোগ্রাফি করা হলে দেখা যায় তার গর্ভে রয়েছে পাঁচটি সন্তান।

স্ত্রীরোগ বিশেষজ্ঞ ফারজানা নুরি, আগেই আল্টাসোনোগ্রাফিতে দেখা গিয়েছিল ওই প্রসূতির গর্ভে পাঁচটি সন্তান রয়েছে। এরপর রবিবার ভোর বেলা তাহেরা বেগমকে ইসলামপুরের আমবাগান এলাকায় এক বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়৷

Amazing event! A woman gave birth to five children together

তাজ্জব ঘটনা! একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিলেন এক মহিলা

তার কিছুক্ষণ পর স্বাভাবিক অবস্থায় পাঁচটি সন্তান প্রসব করেন তাহেরা বেগম। আপাতত এই ঘটনায় চমকে গিয়েছেন সকলে৷ সকলেই সুস্থ ও স্বাভাবিক রয়েছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন,
*ডায়াবেটিস রোগীদের পাকা আম খাওয়ার পদ্ধতি
*‘ঠাকুর’ নয়! তাহলে রবীন্দ্রনাথের আসল পদবি কি? জানুন