নাচতে নাচতে হঠাৎ হার্ট অ্যাটাক, সহকারীকে বিদায় জানাতে গিয়ে চির বিদায় নিলেন যুবক!

সহকারীকে অবসর জানানোর অনুষ্ঠানে হাজির হওয়ার পর নৃত্য করতে করতে হঠাৎ বুকে ব্যাথা! চির বিদায় নিল এক যুবক। হার্ট অ্যাটাকে মারা যায় যুবক। বুধবার দিল্লির রূপনগর থানার এলাকায় এই ঘটনাটি ঘটেছে। যুবকের নাম রবি কুমার।

পুলিশের থেকে খবর জানা যায়, রবি উত্তর প্রদেশের বাসিন্দা, ২০১০ সালে দিল্লি পুলিশে যোগদান করে। সহধর্মিনী ও দুই বংশধর নিয়েই সংসার জীবন তার। বুধবার রবি কুমার তার এক সহকারীকে অবসর জানানোর অনুষ্ঠানে জান। তার অন্যান্য সহকারীরা ছিলেন। অনুষ্ঠানে সংগীত নৃত্য চলছিল। সেখানে নৃত্য করতে গিয়ে আকস্মিকভাবে অসুস্থ হয়ে পড়ে রবি কুমার।

দিল্লির পুলিশ জানায়,বুধবার সেই বিদায় অনুষ্ঠানে নাচ করতে করতে আকস্মিকভাবে বক্ষে যন্ত্রণা শুরু হয় রবি কুমারের। কিছুক্ষণ পর রবি কুমার জ্ঞান হারায়। সাথে সাথে তাকে কাছাকাছি চিকিৎসালয় নিয়ে যাওয়া হয় এবং চিকিৎসালয়ে বহাল করা হয়।

চিকিৎসালয়ে ডাক্তাররা রবি কুমার কে মৃত বলে জানায়। দিল্লি পুলিশ থেকে জানা যায়, সবে মাত্র ৪৫ দিন আগেই আর্টেরিওগ্রাম করানো হয়েছিল রবি কুমারের। নৃত্যের সময় হার্ট অ্যাটাকে মৃত্যু হয় রবি কুমারের।

আরও পড়ুন,
*‘… ‘মঞ্জুলিকা’ বলে ডাকতাম’, অনির্বাণের জন্মদিনে কী লিখলেন পরিচালক জয়দীপ

error: Content is protected !!