প্রেমিকার কোলে মাথা দিয়ে অলস সময় কাটাচ্ছেন অভিনেতা অঙ্কুশ হাজরা!

প্রেমিকার কোলে মাথা দিয়ে অলস সময় কাটাচ্ছেন অভিনেতা অঙ্কুশ হাজরা! সম্প্রতি সেই ছবিই পোস্ট করেছেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। দীর্ঘদিন ধরে সম্পর্কে আবদ্ধ রয়েছেন অভিনেতা অঙ্কুশ এবং অভিনেত্রী ঐন্দ্রিলা সেন। মাঝেমধ্যেই ফাঁকা সময় পেলে ঘুরতে চলে যান তারা।

সম্প্রতি সেরকমই অবসর সময় কাটাতে বেরিয়ে পড়েছিলেন ভিন দেশে। যদিও তারা কোথায় গিয়েছিলেন তাদের সেই ছবি থেকে জানা যায়নি। ছবিতে দেখা যাচ্ছে ঐন্দ্রিলার কোলে শুয়ে এক চোখ বন্ধ করে রয়েছেন অভিনেতা। তার অভিব্যক্তি দেখে এটাই স্পষ্ট হয়েছে অলসতায় আচ্ছন্ন হয়ে রয়েছেন তিনি।

অন্যদিকে ঐন্দ্রিলাকে হাসিমুখে ক্যামেরার দিকে তাকাতে দেখা গিয়েছে। দু’জনের পরনেই রয়েছে শার্ট। ঐন্দ্রিলার চুল ছিল টেনে বাধা। মানানসই মেকআপ তাকে ভীষণ সুন্দরী করে তুলেছিল। তবে এই ছবি দেখার পর তাদের প্রশংসার পাশাপাশি একটা প্রশ্নই করেছেন সকলে, কবে তারা বিয়ে করবেন?

এই নিয়ে আগেও বিভিন্ন তারকারা মুখ খুলেছিলে। প্রত্যেকে একটাই কথা জিজ্ঞেস করছিলেন কবে তারা বিয়ে করবেন? কারণ, দীর্ঘ সময় ধরে সম্পর্কে আবদ্ধ রয়েছেন তারা। এমনকি তাদের সম্পর্ক সকলের কাছেই খোলামেলা। তাহলে কী কারণে বিয়ে করছেন না তারা? এমন প্রশ্নই জেগে উঠেছে সকলের মনে।

তবে এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো কথাই বলতে দেখা যায়নি তাদের। উল্লেখযোগ্য, বর্ধমানের সাধারণ পরিবার থেকে উঠে এসে আজ টলিউডের নামকরা অভিনেতা অঙ্কুশ। অন্যদিকে ঐন্দ্রিলা টেলিভিশন ধারাবাহিকের মাধ্যমে কেরিয়ার শুরু করেছিলেন। তবে ইতিমধ্যে বড়ো পর্দায় কাজ করে ফেলেছেন।

আরও পড়ুন,
*বন্ধ ঘরে স্বামীর চুলের মুঠি ধোরে একের পর এক … স্ত্রী! হঠাৎ রক্ষার্থে হাজির হলেন ‘ভগবান’, ভাইরাল ভিডিয়ো

error: Content is protected !!