তার অভিনয় জীবনের দ্বিতীয় প্রাপ্তি! আরো একবার সেরার খেতাব লাভ করলেন অভিনেত্রী সুস্মিতা দে। ‘কথা’ ধারাবাহিকের জন্য সেরা অভিনেত্রীর তকমা পেলেন তিনি। সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে ‘টলি স্টার অ্যাওয়ার্ডস’। সেখানেই এই পুরস্কার লাভ করেছেন তিনি।
যা তার অভিনয় জীবনকে আরো অনেকটা সমৃদ্ধ করেছে। সোশ্যাল মিডিয়ায় ভক্তদের সাথে সেই খবর ভাগ করে নিয়েছেন বেশ কয়েকটি ছবি পোস্ট করার মাধ্যমে। মোট তিনটি ছবি পোস্ট করেছেন তিনি। যার একটিতে দেখা যাচ্ছে হাসিমুখে দাঁড়িয়ে রয়েছেন।
আরেকটিতে দেখা যাচ্ছে অ্যাওয়ার্ড গ্রহণ করছেন এবং শেষ ছবিতে দেখা যায় ফোন নিয়ে ছবি তুলছেন তিনি। আর ছবির ক্যাপশনে লিখেছেন, ‘কথা ধারাবাহিকের জন্য দ্বিতীয়বার পুরস্কার লাভ করলাম।’ সমস্ত নির্মাতাদের ধন্যবাদ জানিয়ে শেষে সহ-অভিনেতা সাহেব ভট্টাচার্যের উদ্দেশ্যে লিখেছেন, ‘ধন্যবাদ আমায় সহ্য করার জন্য।’
আসলে এই অভিনেতার সাথে তার খুনসুটি লেগেই থাকে ধারাবাহিকের সেটে। সেই কারণেই এমনটা লিখেছেন অভিনেত্রী। এদিন তার এই প্রাপ্তির খবর শোনার পর থেকে শুভেচ্ছাবার্তায় ভরিয়ে তুলেছেন দর্শকেরা। সাথে তাকে আরো এগিয়ে যাওয়ার জন্য উৎসাহ দিয়েছেন।
তবে শুধু এবারেই নয় এর আগেও একবার সেরা জুটির পুরস্কার পেয়েছিলেন সুস্মিতা এবং সাহেব। তখনও বেশ কয়েকটি ছবি পোস্ট করে এই সুখবর সকলকে জানিয়েছিলেন তারা। উল্লেখযোগ্য, খুব কম সময়ের মধ্যে ‘কথা’ ধারাবাহিকটি তুমুল জনপ্রিয়তা লাভ করেছে দর্শকমহলে। আসলে কলাকুশলীদের কাছে দর্শকদের ভালোবাসাই হলো আরো ভালো কাজ করার অনুপ্রেরণা।