সম্প্রতি খবরের শিরোনামে উঠে আসছেন বলিউডের পাওয়ার কাপল অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চন। এর কারণ হিসেবে শোনা যাচ্ছে তাদের নাকি বিবাহবিচ্ছেদ হতে চলেছে। বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছে অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চন আলাদা হতে চলেছেন। কিন্তু এই বিষয়ে দম্পতি কোনোরকম মুখ খোলেননি।
তবে কি সত্যিই তারা আলাদা হয়ে যাচ্ছেন? সম্প্রতি শোনা গিয়েছে, ঐশ্বর্য রাই বচ্চন তার বিয়ের মঙ্গলসূত্র বিক্রি করে দিয়েছেন। আর এরপর গুঞ্জন আরও জোরালো হয়েছে। এমন খবর প্রকাশ্যে আসার পর সকলেই অবাক হয়েছেন। তবে কি বচ্চন পরিবারে সম্পর্কের ফাটল নিশ্চিত? এর আগেও ঐশ্বর্যের বেশ কিছু কার্যকলাপে এমন সন্দেহ দৃঢ় হয়েছে।
শ্বেতার জন্মদিনে ঐশ্বর্যের অনুপস্থিতি, সোশ্যাল মিডিয়ায় আনফলো, বিয়ের আংটি নিয়ে নানান জল্পনা একাধিকবার শোনা গিয়েছে। এবার মঙ্গলসূত্র বিক্রির খবরে সোশ্যাল মিডিয়ায় অনেকেই সন্দিহান। জানা যাচ্ছে, বিয়ের মঙ্গলসূত্রটির দাম ৪৫ লক্ষ টাকা। কিন্তু মঙ্গলসূত্রের সঙ্গে জড়িয়ে রয়েছে বিয়ের স্মৃতি।
প্রতিটি স্ত্রী-এর কাছে মঙ্গলসূত্র একটি মূল্যবাণ বস্তু। তবে এই বিষয়ে তিনি নিজেই মুখ খুলেছেন। তিনি জানিয়েছেন, এত বড় হার তিনি সবসময় পরে থাকতে পারতেন না। তাই তিনি স্থির করেন ওটি ভেঙে কম দামে আগেরটির মতন একটি হার তৈরি করবেন। এর বাইরে আর কোনো কারণ ছিল না।
আগের হারটি ওজনে ভারী ছিল এবং কোনোসময় যদি হারিয়ে যায় সেই ভয় পেতেন ঐশ্বর্য। তাই আসলটিকে ভেঙে একইরকম আরেকটি ছোটো মঙ্গলসূত্র বানিয়ে নিয়েছেন তিনি।
আরও পড়ুন,
*অজান্তেই চলছিলো গোপন কারবার! ৩ বছর পর ফাঁস কাঞ্চনের স্ত্রী শ্রীময়ীর
*রাইমাকে রীতিমতো হুমকি! নতুন ছবি প্রসঙ্গে মুখ খুললেন সুচিত্রা সেনের নাতনী