খুব শীঘ্রই এবার ইউপিআই’এর মাধ্যমে ব্যাঙ্ক টাকা জমা রাখতে পারবেন গ্রাহকেরা। সম্প্রতি এই বিষয়ে ঘোষণা করেছেন ‘রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া’র গভর্নর শক্তিকান্ত দাস। আমরা সকলেই জানি যে লেনদেনের দুনিয়ায় রীতিমতো বিপ্লব এনেছে ইউপিআই ব্যবস্থা। শুধুমাত্র ফোন ব্যবহার করে আপনি যে কোনো জায়গায় পেমেন্ট করতে পারেন।
একদিকে এটি যেমন লেনদেনকে মসৃণ করেছে, অন্যদিকে ছোট ছোট ব্যবসায়ীদের ক্ষেত্রেও সেটি ভীষণই সুবিধাজনক হয়ে উঠেছে। আর এবার আরবিআই’এর তরফ থেকে এই পরিষেবায় বড়সড় বদল আনার পরিকল্পনা করা হয়েছে। গত শুক্রবার গভর্নর শক্তিকান্ত দাস জানিয়েছেন খুব শীঘ্রই ইউপিআই’এর মাধ্যমে টাকা জমা দেওয়া যাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে।
এতোদিন শুধুমাত্র ডেবিট কার্ডের মাধ্যমে নিজের অ্যাকাউন্টে টাকা জমা দিতে পারতেন গ্রাহকেরা। একইসাথে তিনি ক্যাশ ডিপোজিট মেশিনেরও গুরুত্ব বুঝিয়েছেন। আগে শুধুমাত্র ব্যাঙ্কের শাখাগুলিতে টাকা জমা দেওয়া যেতো। ফলে ব্যাঙ্কের ওপর অতিরিক্ত চাপ তৈরি হতো। সেই চাপ কমানোর জন্যই ক্যাশ ডিপোজিট মেশিন আনা হয়েছে।
তার সাথেই এবার সংযোজন হচ্ছে ইউপিআই। এই বিষয়ে আরবিআই’এর গভর্নর শক্তিকান্ত দাস বলেন, ”ইউপিআই’এর গ্রহণযোগ্যতা এবং তার বহুল ব্যবহার, সুযোগ-সুবিধা দেখেই আমরা পরিষেবা বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছি। এটিএম থেকে ইউপিআই-র মাধ্যমে কার্ড ছাড়াই টাকা তোলার সুবিধা নয়, শীঘ্রই টাকা জমাও দেওয়া যাবে।”
আরও পড়ুন,
*Share Market: গরমের তীব্রতার সাথে তাল মিলিয়ে বাড়বে এই সংস্থাগুলির শেয়ার
*বিয়ের মঙ্গলসূত্র বিক্রি করলেন ঐশ্বর্য