আম্বানিদের বিয়েতে উপস্থিত হননি, সাধারণ অসুখ নয় একেবারে করোনার কবলে অক্ষয়!

বেশ কয়েকদিন ধরেই অনুষ্ঠিত হচ্ছে ভারতের অন্যতম ধনী শিল্পপতি মুকেশ আম্বানির কনিষ্ঠপুত্র অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিবাহ অনুষ্ঠান। সেখানে উপস্থিত হননি এমন কোনো তারকা নেই বললেই চলে। গোটা বলিউডকে দেখা গিয়েছে তাদের বিবাহ অনুষ্ঠানে।

তবে সেখানে উপস্থিত নেই বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমার! অনেকে মনে করছেন হয়তো তার ১৫০ তম সিনেমার কাজে এতোটাই ব্যস্ত রয়েছেন তিনি যে রাধিকা অনন্তের বিয়েতে উপস্থিত থাকতে পারেননি। তবে আসল বিষয়টি কিন্তু অন্য। আসলে শরীর ভালো নেই এই অভিনেতার।

যিনি শরীর সম্পর্কে এতোটা সচেতন তিনিই সম্প্রতি অসুস্থ হয়ে পড়েছেন। যে খবর নিজেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন তিনি। তবে কোনো সাধারণ অসুখ নয় একেবারে করোনার কবলে পড়েছেন তিনি। যা শুনে রীতিমতো চমকে গিয়েছেন সকলে।

এই বিষয়ে তিনি জানান বেশ কয়েকদিন ধরে সিনেমার প্রমোশনের কারণে অনেক জায়গায় ঘুরতে হয়েছে তাকে। সেখানে হয়তো কোনো করোনা আক্রান্তের সংস্পর্শে এসেছিলেন তিনি। যেখান থেকে তিনি করোনা পজেটিভ হয়েছেন। তাইতো আপাতত নিজেকে সকলের থেকে দূরে সরিয়ে রেখেছেন।

পাশাপাশি অনন্ত এবং রাধিকাকে শুভেচ্ছা জানাতে ভোলেননি তিনি। জানান ওনারা এমভাবে নেমন্তন্ন করেছেন যে সেখানে না গিয়ে থাকা যায় না। তবে তিনি অসুস্থতার কারণে সেখানে উপস্থিত হতে পারলেন না। কিন্তু আগামী জীবনের জন্য শুভেচ্ছা জানিয়েছেন তিনি। অন্যদিকে এর আগেও একবার করোনা আক্রান্ত হয়েছিলেন অক্ষয়। ফলে বেশ কিছুদিন অন্তরালে থাকতে হয়েছিল তাকে।