Akshay Kumar: অভিনেতা অক্ষয় কুমারের মেয়েকে অশ্লীল মেসেজ এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির। সম্প্রতি সেই চাঞ্চল্যকর তথ্য তুলে ধরেছেন অভিনেতা নিজেই। মুম্বাইয়ে সাইবার সচেতনতা মাসের উদ্বোধনী অনুষ্ঠানে অক্ষয় কুমার তার এই ব্যক্তিগত বিষয়ের কথা বলেছেন।
যেখানে একটি অস্বাভাবিক ঘটনা তার চোখ খুলে দেয় অনলাইনে শিশুদের সাথে হওয়া বিপদগুলি সম্পর্কে। তিনি বলেন কীভাবে সাইবার দুনিয়ায় ক্রমাগত অপরাধ ঘটে চলেছে। যার ফলে মানসিক স্বাস্থ্যের অবনতি হওয়ার পাশাপাশি অনেক সময় আত্মহত্যার মতো গুরুতর প্রবণতাও দেখা যায়।
এদিন বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ‘আমার মেয়ে অনলাইনে একটি গেম খেলছিল সেখান থেকে তার কাছে মেসেজ আসে যে সে দুর্দান্ত খেলছে। এভাবেই মেসেজ চলতে থাকে। তার বিভিন্ন প্রশংসা করতে থাকে ওই অজ্ঞাত পরিচয় ব্যক্তি। শেষে তাকে তার বাসস্থান এবং সে ছেলে না মেয়ে সেই সম্পর্কে জানতে প্রশ্ন করে।’
‘এভাবে কথা বলতে বলতে হঠাৎ করে সেই ব্যক্তি আমার মেয়েকে নগ্ন ছবি পাঠানোর কথা বলে। এরপর আমার মেয়ে ফোন বন্ধ করে আমার স্ত্রী’কে জানায়। এভাবেই আমাদের চারপাশে বিভিন্ন সাইবার অপরাধ ঘটে চলেছে।’ আসলে তার এই অভিজ্ঞতা প্রত্যেকটি মানুষের জন্য সতর্ক হওয়ার শক্তিশালী বার্তা।
সাইবার দুনিয়ার যে অন্ধকার দিকটি রয়েছে তা অনেক সময় আমাদের কাছে অজানা রয়ে যায়। এই বিশেষ সপ্তাহের মাধ্যমে গোটা দেশের কাছে সেই বার্তা তুলে দেওয়ার চেষ্টা করা হয়েছে। কীভাবে মানুষ সচেতনতার সাথে সাইবার অপরাধের বিরুদ্ধে লড়াই করবেন এবং পরবর্তী প্রজন্মকে সুস্থ জীবন দান করবেন।
আরও পড়ুন,
*Shreya Ghoshal: ‘আমার জীবনের ভালোবাসাকে জন্মদিনের শুভেচ্ছা’..স্বামীর জন্মদিনে বিশেষ পোস্ট শ্রেয়ার