Lifestyle: সব খাবারেই হানা দিচ্ছে পিঁপড়ে? এই টোটকায় বাপ বাপ বলে পালাবে

Ants are attacking all the food? In this trick will run away

প্রায় প্রত্যেকের বাড়িতেই পিঁপড়ের উৎপাত লেগে রয়েছে। বিশেষ করে গরমকালে বেশি সংখ্যায় পিঁপড়ে নজরে আসে। রান্নাঘর থেকে শুরু করে ঠাকুরঘর যে কোনো জায়গায় বিস্কুট বা খাবার-দাবার রাখলে সেখানে পিঁপড়ের উপদ্রব দেখা যায়। তবে চিন্তা নেই এমন কিছু উপায় রয়েছে যেগুলোর মাধ্যমে আপনারা সহজেই পিঁপড়ের হাত থেকে মুক্তি পেতে পারেন।

গোলমরিচ

যেখানে আপনি কোনো খাবার বা বিস্কুট জাতীয় কিছু রাখবেন সেখানে কয়েক টুকরো গোলমরিচ দিয়ে দিন। দেখবেন ধারেকাছে আর পিঁপড়ে আসবে না।

দারুচিনি গুঁড়ো

রুটি তৈরি করে কাগজ-মুড়িয়ে তার ওপরে দারুচিনি গুঁড়ো ছড়িয়ে দিন। এতে রুটির উপরে পিঁপড়ে আসবে না।

কর্পূর

অনেক সময় দেখা যায় ঠাকুরের প্রসাদে প্রচুর পরিমাণে পিঁপড়ে লেগে যায়। ঠাকুরের আসনের আশেপাশে কর্পূর রেখে দিন, সেই গন্ধে আর পিঁপড়ে আসবে না।

লেবুর রস

আপনার ঘরে কোথাও যদি পিঁপড়ে বাসা বাঁধে সে বাসার মধ্যে লেবুর রস দিয়ে দিন। দেখবেন সেখানে আর পিঁপড়ে থাকবে না।

এসব জিনিস ছাড়াও আরও কিছু উপায় অবলম্বন করলেও কিন্তু পিঁপড়ের হাত থেকে বাঁচা যায়। যেমন যে কোনো খাবার ঘরে রাখলে সেগুলি একটি জলযুক্ত পাত্রে রাখুন। আর যদি কোনো খাবার ফ্রিজের বাইরে রাখেন তাহলে অ্যালুমিনিয়াম ফয়েল জড়িয়ে তবেই রাখুন। যদি কোনো কৌটোয় বিস্কুট বা শুকনো খাবার রাখেন তাহলে খেয়াল রাখুন যেন সেই কৌটোর ঢাকনা টাইট করে লাগানো থাকে।

আরও পড়ুন,
*বাড়িতে তুলসী গাছে মঞ্জরী এলে ৫ কাজ করুন, টাকার বৃষ্টি হবে!
*Recipes: স্বাদে বদল আনতে চান? রইলো ছানা পটল রেসিপি