চলতি বছরের শুরুতেই মুম্বাইয়ের একটি কনসার্টে ভারতীয় শিল্পী দিলজিৎ দোসাঞ্জের সাথে পারফর্ম করেছিলেন তিনি। আর এবার লন্ডনে যোগ দিলেন আরো এক ভারতীয় শিল্পী অরিজিৎ সিংয়ের সাথে। সম্প্রতি তারই কয়েক মুহূর্ত ভাগ করে নিয়েছেন শিল্পী অরিজিৎ। একইসাথে কৃতজ্ঞতা জানিয়েছেন এড শিরানকে।
লন্ডনের একটি কনসার্টে একই মঞ্চে হাজির হয়েছিলেন তারা। গত ১৫ই সেপ্টেম্বর রবিবার অনুষ্ঠিত হয়েছিল এই কনসার্ট। যার কয়েকটা ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অরিজিৎ। লিখেছেন, ‘লন্ডন গতকাল রাতে এতো দুর্দান্ত উপায়ে ভালোবাসা দেখানোর জন্য ধন্যবাদ।’
একইসাথে এডকে ভালোবাসা ও কৃতজ্ঞতা জানিয়ে লেখেন,’ ভালোবাসা এবং কৃতজ্ঞতা। এই পারফেক্ট মুহূর্তর জন্য ধন্যবাদ।’ অন্যদিকে বেশ কয়েকজন অনুরাগী তাদের কনসার্টের কয়েকটি ভিডিও পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। যেখানে এড শিরানের জনপ্রিয় গান ‘পারফেক্ট’ গাইতে দেখা গিয়েছে অরিজিৎ এবং ওই শিল্পীকে।
আসলে ‘পারফেক্ট’ গানটি কী পরিমাণ জনপ্রিয় তা আমরা সকলেই জানি। এই গানটি তাদের প্রিয় দুই গায়ক একসাথে গাওয়ায় সেটিকে স্বপ্নের কোলাব বলে আখ্যা দিয়েছেন অনেকেই। একজন লেখেন, “অরিজিৎ সিং এবং এড শিরান লন্ডনে লাইভ ‘পারফেক্ট’ গাইছেন যা যুগের জন্য একটি বিশেষ মুহূর্ত!”
আরেকজন লেখেন, “অরিজিৎ সিং নিখুঁতভাবে ‘পারফেক্ট’ গাইতে পারেন, কিন্তু এড শিরান কি ‘চান্না মেরেয়া’ গাইতে পারেন?” সবমিলিয়ে সোশ্যাল মিডিয়ায় এই কনসার্টের ভিডিও তুমুল ভাইরাল। উল্লেখযোগ্য, গত মার্চ মাসে ভারত সফরে এসেছিলেন এড। তখন তিনি দেখা করেছিলেন শাহরুখ খান এবং আয়ুষ্মান খুরানার সাথেও।
আরও পড়ুন,
*ফের স্কুলে ফিরছেন শিল্পী শ্রেয়া ঘোষাল!