ফের স্কুলে ফিরছেন শিল্পী শ্রেয়া ঘোষাল!

খুব শীঘ্রই তার জ্ঞানের কঠিন পরীক্ষা আসতে চলেছে, তাই তো ফের স্কুলে ফিরছেন শিল্পী শ্রেয়া ঘোষাল! সম্প্রতি তেমনটাই জানিয়েছেন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। যা দেখার পরে রীতিমতো অবাক হয়ে গিয়েছেন ভক্তরা। সকলের মনে একটাই প্রশ্ন এই বয়সে কোন পরীক্ষা দিতে চলেছেন তিনি?

আসুন তাহলে পুরো বিষয়টি খোলসা করেই জানা যাক। আসলে খুব শীঘ্রই তাকে জ্ঞানের পরীক্ষা দিতে হবে ‘কউন বনেগা ক্রোড়পতি’র মঞ্চে। তাইতো বই হাতে দেখা গিয়েছে তাকে। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে তিনটি ছবি পোস্ট করেছেন এই শিল্পী। যেখানে দেখা যাচ্ছে একগাদা বই নিয়ে দাঁড়িয়ে রয়েছেন তিনি।

বিভিন্ন ভঙ্গিমায় পোজ দিতে দেখা গিয়েছে তাকে। তার অভিব্যক্তি দেখে এটাই স্পষ্ট হয়েছে ইচ্ছে না থাকলেও তাকে বই খুলে দেখতে হচ্ছে। খুব শীঘ্রই ‘কউন বনেগা ক্রোড়পতি’র মঞ্চে দেখা যাবে শ্রেয়া ঘোষাল এবং সোনু নিগমকে। ইতিমধ্যে তার প্রোমো পোস্ট করা হয়েছে সংশ্লিষ্ট চ্যানেলে।

আর এবার শ্রেয়া, সোশ্যাল মিডিয়ায় তিনটি ছবি পোস্ট করে লেখেন, ‘আবার স্কুলে ফিরে যাচ্ছি।’ এদিন শিল্পীকে দেখা গিয়েছে গাঢ় নীল রঙের শাড়িতে। মানানসই গয়না এবং সাজে অসাধারণ সুন্দর লাগছিল তাকে দেখতে। তার এই ছবিগুলো দেখার পর বেশ মজাদার মন্তব্য করেছেন নেটিজেনরা।

অন্যদিকে ‘সোনি এন্টারটেইনমেন্ট’ চ্যানেলের তরফ থেকে একটি প্রোমো পোস্ট করে লেখা হয়েছিল, ”জ্ঞান এবং সুরের সর্বশ্রেষ্ঠ উদযাপন হবে যখন কেবিসি’তে হাজির হবেন সোনু নিগম এবং শ্রেয়া ঘোষাল।’ জানা গিয়েছে, ২০ তারিখে সেটি সম্প্রচারিত হবে টেলিভিশনের পর্দায়।

আরও পড়ুন,
*নয়া ইতিহাস! মহাকাশে পিয়ানো বাজালেন মহাকাশচারী সারাহ গিলিস