Asian Para Games: জ্যাভলিনে নিবিশ্ব রেকর্ড ভেঙে ফের সোনা জিতলেন ভারতের সুমিত আন্তিল

ভারতের অভিজ্ঞ অ্যাথলিট সুমিত আন্তিল (Sumit Antil) জ্যাভলিন থ্রোতে বিশ্ব রেকর্ড ভেঙে সোনা জিতেছেন। এশিয়ান প্যারা গেমসের তৃতীয় দিনে পুরুষদের জ্যাভলিন থ্রো – F64-এর ফাইনালে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়ে সুমিত আন্তিল(Sumit Antil) এবং পুষ্পেন্দ্র সিং যথাক্রমে সোনা ও ব্রোঞ্জ পদক জিতেছেন।

Asian Para games
Sumit Antil

৭৩.২৯ মিটার থ্রো করে এশিয়ান প্যারা গেমসের (Asian Para Games) রেকর্ড ভেঙে দিয়েছেন সুমিত আন্তিল (Sumit Antil)। প্যারিসে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ‘৭০.৮৩’ মিটার ছুড়ে সুমিত (Sumit Antil) নিজেই গড়েছিলেন বিশ্বরেকর্ড। এবার আরও ‘৩’ মিটার বেশি ছুড়ে সেই রেকর্ড ভেঙে দিয়ে গড়লেন নতুন রেকর্ড।

এশিয়ান প্যারা গেমস(Asian Para Games) এ বার দারুণভাবে শুরু করেছিল ভারত। প্রথম দিনেই ১৭টি পদক- ৬টি স্বর্ণ, ৬টি রুপো এবং ৫টি ব্রোঞ্জ। এশিয়ান প্যারা গেমসে সবচেয়ে বেশি পদক জেতার তালিকায় ভারত পঞ্চম স্থানে রয়েছে। ভক্তরা আশা করছেন, এই মরশুমে ভারতের মোট ৩০৩ জন ক্রীড়াবিদ এশিয়ান প্যারা গেমসে অংশ নিয়েছেন। এবারে মনে করা হচ্ছে যে এশিয়ান প্যারা গেমসে ভারত পদকের সেঞ্চুরি করবে।

এ বার ভারত এশিয়ান প্যারা গেমসে(Asian Para Games) ক্রীড়াবিদ ১৯১ জন পুরুষ এবং ১১২ জন মহিলা মোট ৩০৩ জনের একটি দল পাঠিয়েছে, যা এখনও পর্যন্ত সবচেয়ে বড় দল। ২০১৮ এশিয়ান প্যারা গেমসে ভারত ১৯০ জন ক্রীড়াবিদদের একটি দল পাঠিয়েছিল ফলাফল মোট ৭২টি পদক জিতেছিল। যার মধ্যে ১৫টি সোনা ছিল।

Leave a comment

error: Content is protected !!
শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক