দিল্লির হাইকমিশনারকে অপসারণ করল বাংলাদেশের সরকার

kmc 20241003 165617 mki3HDAu62

এবার দিল্লির হাইকমিশনারকে অপসারণ করল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। এই জল্পনা দানা বেঁধেছিল শেখ হাসিনার পতনের সময়৷ এবার সেই জল্পনায় শিলমোহর পড়ল। দিল্লির হাইকমিশনার মহম্মদ মুস্তাফিজুর রহমানকে অপসারণ করল বাংলাদেশের মুহাম্মদ ইউনূস পরিচালিত সরকার।

বাংলাদেশের সংবাদমাধ্যমের তরফে জানা গিয়েছে, বাংলাদেশের সরকার মুস্তাফিজুর সহ পাঁচজন উচ্চপদস্থ কূটনীতিককে দেশে ফেরাতে চায়। এই তালিকায় রয়েছেন রাষ্ট্রপুঞ্জে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মহম্মদ আব্দুল মুহিত, অস্ট্রেলিয়ার ক্যানবেরায় নিযুক্ত হাই কমিশনার আল্লামা সিদ্দিকি, বেলজিয়ামের ব্রাসেলসে রাষ্ট্রদূত মাহবুব হাসানসালেহ এবং পর্তুগালের লিসবনে রাষ্ট্রদূত রেজিনা আহমেদ।

জানা যাচ্ছে, ওই পাঁচজনের প্রত্যেকে পূর্বতন সরকারের ঘনিষ্ঠ। মঙ্গলবার বাংলাদেশের বিদেশ মন্ত্রকের মহাপরিচালক মোহাম্মদ নাজমুল হক ওই পাঁচজন কূটনীতিকক অপসারণের কথা জানিয়েছেন। কয়েক মাস আগেই বাংলাদেশে হাসিনা সরকারের পতন হয়েছে। সেই স্থানে দেশের প্রশাসনিক ক্ষমতা পেয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

আর এই সরকারের দায়িত্ব যার হাতে রয়েছে তিনি হলেন মুহাম্মদ ইউনূস। এই সরকার ক্ষমতায় আসার পর আগস্টের শেষ সপ্তাহে দুই কূটনীতিক, নয়া দিল্লিতে উচ্চপদস্থ কমিশনে কর্মরত শাবানা মাহমুদ ও কলকাতার ডেপুটি হাই কমিশনে কর্মরত রঞ্জন সেনকে বরখাস্ত করে। এর পাশাপাশি বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিমকে গত ২৯শে সেপ্টেম্বর দেশে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়।