‘দীর্ঘদিন গর্তে থাকা অমানুষেরা বের হচ্ছে, কুমিরের কান্না শুরু’, সাহায্যের হাত বাড়িয়ে দিতেই কটাক্ষে জয়া

বর্তমানে বাংলাদেশের অবস্থা ভয়াবহ। বন্যায় চারিদিকে জলস্তর বেড়ে গিয়েছে অনেকটাই। আর এরফলে বহু বাড়ি ঘর জলের তলায় চলে গিয়েছে। এমন পরিস্থিতিতে এগিয়ে আসছেন অনেকেই। বন্যায় প্রাণ হারিয়েছেন অনেকেই এমন খবরও পাওয়া গিয়েছে। দেশের এই সংকটময় পরিস্থিতিতে সেলিব্রিটিরাও এগিয়ে আসছেন। কিন্তু এতেই বাড়ল বিপত্তি। কিছুদিন আগে বাংলাদেশ জুড়ে সংরক্ষণ সংস্করণের দাবিতে জোরালো হয় ছাত্র আন্দোলন। গোটা দেশ জুড়ে শুরু হয় গণঅভ্যুত্থান।

পথে নেমে আসেন ছাত্ররা। ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে হাসিনা সরকারের সৈনদের গুলিত নিহত হয় কয়েকশো তরতাজা প্রাণ। আর এরফলে প্রতিবাদের আগুন যেনো আরও তীব্রতর হয়ে ওঠে। ফের আরও একটি আন্দোলন শুরু হয় আর তা হলো হাসিনা সরকারের পদত্যাগ দাবি। এই দাবিতে অনড় থাকেন গোটা বাংলাদেশের মানুষ। ছাত্র আন্দোলনের সময় গোটা ছাত্র সমাজের পাশে থাকতে দেখা গিয়েছিল বাংলাদেশের সিনেমা জগতের মানুষদের। ফের বন্যার সময় তাদের দেখা গেলো এগিয়ে আসতে।

সোশ্যাল মিডিয়ায় হেল্প লাইন নম্বর শেয়ার করে কটাক্ষের মুখে পড়লেন অভিনেতা চঞ্চল চৌধুরী ও জয়া এহসান। সোশ্যাল মিডিয়ায় জয়া লেখেন, “কোনও পূর্বাভাস না দিয়ে প্রলয়ের মতো কী এক বন্যা এসে দেশের পুবদিক একেবারে ভাসিয়ে নিয়ে গেল। মানুষের অসহায়তার ছবি দেখে মনটা ভারি হয়ে আছে। মানুষই এর উপশম দিতে পারে। মানুষ এক হলে কেমন অভূতপূর্ব ঘটনা ঘটাতে পারে, সেটা আমরা ছাত্র-জনতার অভ্যুত্থানে বিস্মিত হয়ে দেখেছি। একটা ভয়াবহ রাজনৈতিক বিপর্যয় থেকে আমরা রক্ষা পেয়েছি।”

তিনি আরও বলেন, “এখন তো আমাদের দেশটা গড়ার নতুন সময়, এখন তো হাতে হাত রেখে কাজ করার জন্য আমরা সবাই প্রস্তুত হচ্ছিলাম, রিবিল্ড, রিফর্ম বাংলাদেশের স্বপ্ন আমাদের, সবার জন্য নিরাপদ বাংলাদেশের স্বপ্ন। আবার এক হলে এই বিপদ থেকেও মানুষকে উদ্ধার করতে পারব। ঢাকা থেকে যে কোন সাহায্যের জন্য আমি প্রস্তুত, আপনাদের কাছে আমার প্রার্থনা যতটা পারি আমরা সবাই এগিয়ে আসলে অনেকগুলো জান বেঁচে যাবে।” কিন্তু এই পোস্ট দেখার পর সকলেই কটাক্ষ করেছেন। কেউ বলছেন, “বন্যাকে ঢাল বানিয়ে দীর্ঘদিন গর্তে থাকা অমানুষেরা বের হচ্ছে, কুমিরের কান্না শুরু”।

আরও পড়ুন,
*‘বয়কট দিদি নম্বর ১’! স্লোগান নেটিজেনদের, সমালোচনার মুখে পড়ে কী বললেন রচনা বন্দ্যোপাধ্যায়?