টলি পাড়ার দীর্ঘদিনের জনপ্রিয় দম্পতি ছিলেন তারা। তবে বর্তমানে তাদের পথ আলাদা হয়েছে। তারা আর এক ছাঁদের তলায় থাকেন না। শোনা যাচ্ছে সম্পর্কে নাকি তৃতীয় ব্যক্তির আবির্ভাব হয়েছে। তবে আগের মতই রয়েছে তাদের সম্পর্ক। তারা হলেন তথাগত ও দেবলীনা। দীর্ঘদিন তারা বিবাহিত জীবন কাটিয়েছেন। কিন্তু সেই সম্পর্কের তাল কেটেছে। তারা আর একসঙ্গে থাকেন না। এদিকে তথাগতর সঙ্গে বিবৃতিকে নিয়ে কম জলঘোলা হয়নি।
এদিকে বিবৃতিকে ‘টক্সিক’ বলে সম্বোধন করেন দেবলীনা। আবার তথাগতর প্রশংসায় পঞ্চমুখ থাকেন তিনি। টলি পাড়ায় গুঞ্জন শোনা যায় তথাগত হাঁটুর বয়সী নায়িকার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। আর এসবের মাঝে এবার দেবলীনাকে তথাগত ‘এক্স ওয়াইফ’ বলে সম্বোধন করলেন। আর তারপরই ঘটনার সূত্রপাত হয়। এক সাক্ষাৎকারে তথাগত এমন বক্তব্য রাখেন।
কিছুদিন আগেই ওটিটি প্ল্যাটফর্ম ‘হইচই’-তে মুক্তি পেয়েছে নতুন ছবি ‘পারিয়া’। এই ছবির একটি প্রোমোশনাল ভিডিওতে তথাগতর কিছু বক্তব্য যা নজর কাড়ে সকলের। এই সাক্ষাৎকারের সঞ্চালক ছিলেন জনপ্রিয় সঞ্চালক সোমক ঘোষ। তিনি তথাগতকে জিগ্যেস করেন, “তুমি তো এখন সিঙ্গল-বাই চয়েজ না ফোর্স?”
এই প্রশ্নের উত্তরে তথাগত বলেন, তিনি সিঙ্গেল। এরপর তিনি বলেন, “এটা সিচুয়েশন। প্রকৃতি, নেচার।” এরপর সোমক জিগ্যেস করেন, “তুমি কি এটা নিয়ে কোনও বিবৃতি দিতে চাও?” তার উত্তরে তথাগত বলেন, “এ ব্যাপারে আমি একটাই বিবৃতি দিতে চাই। কিন্তু যে বিবৃতি আমি দেব, সেই বিবৃতিকে যদি ভাঙা না হয়, তা হলে আমার এক্স ওয়াইফ বলতে পারবে।”
এই সাক্ষাৎকার প্রকাশ্যে আসার পর অনেকেই বলছেন দেবলীনাকে কটাক্ষ করেছেন তথাগত। এই বিষয়ে চারিদিকে কথা শুরু হতেই তথাগত নিজের ফেসবুকে লেখেন, “‘কিছু কি পুড়ছে! এই ঝলসানোর ভিডিও দেখে যে সমস্ত হতাশ কৃমির আধপোড়া আত্মাদের মনে হচ্ছে এখানে কোনো মন্তব্য দেবলীনা-র দিকে তীর্যক ভাবে করা হয়েছে তাদের জন্য ৩০ সেকেন্ডের ঝলসানো তেলেভাজা নীরবতা।”
এদিকে এই বিষয়ে দেবলীনা জানান, “নেটিজেনরা যেহেতু ভুল করে আমাকে তথাগতর এক্স ওয়াইফ বলে ফেলে, তাই রোস্টিং শো-এ তাঁদের ভুল ধরিয়ে নিজেই ‘এক্স ওয়াইফ’ কথাটা বলেছে তথাগত।” তিনি জানান, সাক্ষাৎ-এর ওই ভিডিও দেখে তার একবারও মনে হয়নি তাকে রোস্ট করছেন তথাগত।
আরও পড়ুন,
*সোনাক্ষী অন্তঃসত্ত্বা! নতুন বৌমাকে পেয়ে কতটা সুখী শ্বশুর-শাশুড়ি?