সামনেই দীপাবলি অর্থাৎ আলোর উৎসব। এই উৎসবে মেতে ওঠে গোটা দেশের মানুষ। এই আলোর উৎসবে মনকে খুশিতে ভরিয়ে তুলতে আপনার কাছের মানুষকে দিন উপহার। এই উপহার পেলে সে যেমন খুশি হবে তেমনই তাকে দেখে আপনার মনও খুশিতে ভরে উঠবে। মাত্র ৩ হাজার টাকার মধ্যে দুর্দান্ত কিছু উপহার যা আপনি দিতে পারেন আপনার কাছের মানুষকে। তেমনই পাঁচটা উপহারের তালিকা রইল যা হতে পারে সেরা উপহার।
OnePlus Nord Buds 3 Pro : আসন্ন দীপাবলিতে আপনার কাছের মানুষকে দিন OnePlus Nord Buds 3 Pro। এটি ওয়ান ক্লাসে একটি অসাধারণ ইয়ারবাড। এই ইয়ারবাডটি ফ্লিপকার্টে সেলে মাত্র ২,৭৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি যদি আপনি SBI কার্ড দিয়ে পেমেন্ট করেন তাহলে আরও ১০ শতাংশ ছাড় পাবেন।
Realme Band 2 : বর্তমানে স্মার্ট ফিটনেস ব্যান্ডের জনপ্রিয় তুমুল। সকলেই এই ব্যান্ড পরে থাকেন। এই ব্যান্ডে শুধুমাত্র সময় দেখা যায় তা নয়, এর পাশাপাশি আনুষঙ্গিক আরও অনেক কিছু দেখতে পাওয়া যায়। তাই আসন্ন দীপাবলিতে আত্মীয়স্বজন বা কাছের মানুষকে দিতে পারেন Realme Band 2। এটির দাম ২,৯৯৯ টাকা৷ এর পাশাপাশি কিছু ব্যাঙ্ক অফার পাওয়া যাচ্ছে।
BoAt stone 1200F : এই দীপাবলিতে আপনি আপনার কাছের মানুষদের কাউকে দিতে পারেন পোর্টেবল স্পিকার। ৩০০০ টাকার মধ্যে বেশ ভালো স্পিকার এটি। এই স্পিকারটি বাজারে বিক্রি হওয়া স্পিকারগুলির মধ্যে অন্যতম সেরা৷ এটির দাম ৬,৯৯৯ টাকা। যদিও দীপাবলির সেলে এটি মাত্র ২,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে।
Xiaomi Power Bank 4i : ৩ হাজার টাকার মধ্যে কোনো উপহার দিতে চাইলে এই পাওয়ার ব্যাংক একটি অনবদ্য উপহার। এটির দাম ৩,৯৯৯ টাকা৷ যদিও আমাজন সেলে এটি আপনি পাবেন মাত্র ১,৯৯৯ টাকায়। এই পাওয়ার ব্যাংকের ক্ষমতা ২০ হাজার এমএএইচ। অর্থাৎ আপনার মোবাইল ৫ হাজার এমএএইচ হলে ৪ বার সম্পূর্ণ চার্জ দিতে পারবেন। আপনার মোবাইল সহ আরও তিনটি ডিভাইস চার্জ দিতে পারবেন।
JioPhone Prima 2 4G : সর্বশেষ পঞ্চম উপহারটি হলো Jio-এর লঞ্চ করা 4G ফোন। এটির নাম JioPhone Prima 2 4G। এটির দাম ২,৭৯৯ টাকা। এটি দীপাবলিতে আপনি আপনার বন্ধুদের উপহার দিতে পারেন। এতে 4G কানেকশনের পাশাপাশি মিলবে YouTube, JioTV, JioCinema, JioSaavn, Facebook এবং WhatsApp ব্যবহারের সুবিধা। এর পাশাপাশি JioPay ব্যবহার করে UPI ব্যবহার করার সুবিধা রয়েছে।