জন্মদিনে বিশেষ সেলিব্রেশন, সঙ্গে আক্ষেপের কথা জানাতে ভুললেন না পরীমণি

বাংলাদেশের জনপ্রিয় তারকা হলেন পরীমণি৷ তবে তিনি বাংলাদেশের তারকা হলেও এপার বাংলাতেও বেশ জনপ্রিয়। অনেক অল্প বয়সে তার জীবনে অনেক চড়াই উৎরাই গিয়েছে। আর সেসব হাসিমুখে গ্রহণ করে এগিয়ে গিয়েছেন পরীমণি৷ তাই শত দুঃখকষ্টের মধ্যেও নিজের জন্মদিনে হাসিমুখে কেক কাটলেন তিনি। পরিস্থিতি যাই হোক না কেনো, জীবনে বেঁচে থাকার রসদ খুঁজে নিয়েছেন অভিনেত্রী।

দুই সন্তান নিয়ে ভরা সংসার পরীমণির। যদিও কাছের মানুষের সঙ্গে সম্পর্ক শেষ হয়ে গেলেও জীবনে বেঁচে থাকার যে আরও জিনিস রয়েছে তা পরীমণি ভালই জানেন। সম্প্রতি নিজের বিবাহবিচ্ছেদের বর্ষপূর্তি পালন করেছেন তিনি। তেমনই এবার ছেলে মেয়েকে নিয়ে নিজের জন্মদিন পালন করলেন তিনি।

যদিও তার বিশেষ ইচ্ছে ছিল না, কিন্তু তাও করলেন। সম্প্রতি ফেসবুকে পরীমণি ১৬ মিলিয়ন ফলোয়ার সম্পূর্ণ করেছেন। যা তাকে বাংলাদেশের অন্যান্য তারকাদের থেকে এগিয়ে নিয়ে গিয়েছে। তাই এভাবেই নজির গড়েছেন তিনি। এতদিন ক্রিকেট তারকা শাকিব আল হাসানের ফলোয়ারের সংখ্যা সবথেকে বেশি ছিল। তাকেও ছাড়িয়ে গিয়েছেন পরীমণি৷

তাই নিজের জন্মদিনে ১৬ মিলিয়ন লেখা কেক কাটলেন তিনি। আর সেই মূহুর্ত নিজের সোশ্যাল হ্যান্ডেলে ভাগ করে নিলেন পরীমণি৷ বৃহস্পতিবার ৩২ বছরে পদার্পণ করলেন তিনি। আগের দিনগুলিতে পরীমণি তার জন্মদিন বড় করেই পালন করতেন। তার প্রাক্তন স্বামী এই দিনে পরীমণিকে দারুণ সারপ্রাইজ দিতেন।

কিন্তু সেই সম্পর্ক আর নেই। আলাদা হয়ে গিয়েছেন তারা। যদিও তা নিয়ে কোনও আক্ষেপ নেই অভিনেত্রীর। বরং নিজের দুই ছেলেমেয়েকে নিয়ে দারুণ কাটালেন দিনটি। তার পাশাপাশি অভিনেত্রী তার দাদুকে ছাড়া কেক কাটতে গিয়ে দুঃখে ভেঙে পড়েন। মন সায় না দিলেও সমাজ মাধ্যমে সকলের কথা ভেবে তিনি কেক কাটলেন। সোশ্যাল মিডিয়ায় সেই মূহুর্ত উদযাপন করতেও ভুললেন না।