Bhojpuri Video: শোয়ার ঘরে মনালিসার সঙ্গে ফুল মুডে পবন সিং, ভিডিও দেখলে রাতের ঘুম উড়তে বাধ্য

Bhojpuri Video: শোয়ার ঘরে মনালিসার সঙ্গে ফুল মুডে পবন সিং, ভিডিও দেখলে রাতের ঘুম উড়তে বাধ্য

Bhojpuri Video: জনপ্রিয় ভোজপুরি অভিনেত্রী মোনালিসা আজকাল ইন্টারনেট দুনিয়ায় বেশ ভাইরাল হয়ে উঠছেন। সম্প্রতি তার একটি গানের ক্লিপ আর কিছু হট ছবিও সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলছে। সম্প্রতি ভাইরাল হওয়া এই গানে অভিনেত্রী মোনালিসাকে শোবার ঘরে পবন সিংয়ের সঙ্গে রোমান্সে মেতে উঠতে দেখা যায়।

মোনালিসার এই অবতার দেখে দর্শকরা অনেকটা চমকে উঠে। ইতিমধ্যে অনেকেই হয়তো জানেন ভাইরাল হওয়া এই গানটির সম্পর্কে। ভোজপুরি ফিল্মের ‘মুয়াই দাহলা রাজাজি’ গানে অভিনেতা ও অভিনেত্রী দুজনকেই রোমান্টিক হতে দেখা যায়। ভাইরাল হওয়া এই গানের ভিডিওতে দেখা গিয়েছে পাওয়ার স্টার পবন সিং মোনালিসার সঙ্গে রোম্যান্স করেছেন।

সম্প্রতি ভাইরাল হওয়া মোনালিসার এই গান টি-সিরিজ হামার ভোজপুরি নামে একটি ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে। এই জনপ্রিয় গানটি ভোজপুরি সিনেমা সাইয়ান জি দিলওয়া মাগেলার।

এখনও পর্যন্ত গানটির ভিউ সংখ্যা এক কোটিরও বেশি। যেখানে রয়েছে দু’লাখেরও বেশি মানুষের মন্তব্য। সমাজ মাধ্যমে ভাইরাল এই গানের কথা দিয়েছেন কল্পনা, আর রাজেশ গুপ্তা পরিচালনা করেছেন।