Bhojpuri: ‘কমরিয়া নমরিয়া’ জনপ্রিয় ভোজপুরি গানে ‘Hot’ ডান্স, রইলো সেই ভিডিও

20240608 220612

Bhojpuri Dance Video: ভোজপুরি ইন্ডাস্ট্রি মানেই সেখানে একের পর এক হিট গান লঞ্চ হয়। তাদের যে কোনো গান লঞ্চ হলেই কয়েকদিনের মধ্যে সেটি জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যায়। সেরকমই একটি গান কিছুদিন আগে মুক্তি পেয়েছে ‘টিপস ভোজপুরি’ ইউটিউব চ্যানেলে।

ইতিমধ্যেই সেটা দেখে ফেলেছেন কয়েক লক্ষ মানুষ। পাশাপাশি কমেন্টবক্স ভরিয়ে তুলেছেন প্রশংসা সূচক মন্তব্যে। এই গানটির নাম ‘কমরিয়া নমরিয়া’। গানটি গেয়েছেন মনু আলবেলা এবং শিল্পী রাজ। এই দু’জনের নাম সকলেই শুনে থাকবেন।

কারণ, ইতিমধ্যেই প্রচুর গান গেয়ে জনপ্রিয়তা পেয়েছেন এই জুটি। শুধু তাই নয় এই গানে অভিনয় করতেও দেখা গিয়েছে মনু আলবেলাকে। তার সঙ্গে ছিলেন অভিনেত্রী মহিমা সিং। তাদের দু’জনের রসায়ন ভীষণই পছন্দ করেছেন সকলে। যা বোঝা গিয়েছে বিভিন্ন কমেন্ট দেখেই।

গানটি যেমন প্রচুর মানুষ শুনে ফেলেছেন তেমনি এই গানে রিল ভিডিও বানিয়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে সেলিব্রিটিরাও। আসলে ভোজপুরি গানে রিল বানানো পরিচিত ব্যাপার হয়ে উঠেছে। একাধিক ল ভোজপুরি গান ট্রেন্ডিংয়ে রয়েছে রিল ভিডিও বানানোর দিক দিয়ে।

উল্লেখযোগ্য, এক সময় ভোজপুরি ইন্ডাস্ট্রির ততখানি নাম না থাকলেও বর্তমানে বিপরীত চিত্র দেখা যাচ্ছে। কারণ, হিন্দি গানের থেকে ভোজপুরি গান শুনতেই বেশি পছন্দ করছেন শ্রোতারা। আসলে গানের কথা থেকে শুরু করে মিউজিক আকর্ষণীয় হয়ে থাকে ভোজপুরি গানের ক্ষেত্রে।