আধার কার্ড নিয়ে বড় ঘোষণা, বেঁধে দেওয়া হয়েছে সময়

আধার নিয়মাবলী প্রতিষ্ঠান, UIDAI-এর পক্ষ থেকে আধার কার্ড আপডেট করার কথা বলা হয়েছে। এর সাথে আধার কার্ডে কোন ভুল থাকলে, তা কোন খরচ ছাড়াই আপডেট করার সুবিধা হয়েছে।

আধার কার্ড নিয়ে বৃহৎ আপডেট, বৃহৎ ঘোষণা করল কেন্দ্র সরকার। আজকাল যেকোনো কাজের জায়গায় আধার কার্ডের প্রয়োজন পড়ে। তাই আধার কার্ড আপডেট থাকা খুব দরকার। ইউআইডিএআই-এর পক্ষ থেকে আধার কার্ডের আপডেট নিয়েই প্রকান্ড ঘোষণা করা হলো।

আধার নিয়মাবলী প্রতিষ্ঠান,ইউআইডিএআই -এর পক্ষ থেকে আধার কার্ড আপডেট করার কথা বলা হয়েছে। ১০ বছরের বেশি হলেই আধার কার্ড আপডেট করতে বলা হয়েছে। এর সাথে আধার কার্ডে কোন ত্রুটি থাকলে,আধার কার্ড ঠিক করা হবে বিনা খরচে। ১৪ই সেপ্টেম্বর কম্পিউটার সার্ভারে আধার কার্ড আপডেটের শেষ তারিখ ছিল। জানিয়ে দিয়েছে, এরপর আধার কার্ড আপডেট করতে গেলে টাকা লাগবে।

সাধারণ মানুষের কথা মাথায় রেখে সরকার আরো সময় বাড়িয়ে দিয়েছে আধার কার্ড আপডেটের জন্য,সেই সময় বাড়িয়ে ১৪ ই ডিসেম্বর করা হয়েছে। ইউআইডিএআই এর পক্ষ থেকে আজ বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে।

যাদের আধার কার্ড ১০ বছর আগে বানানো ছিল, তাদের আধার কার্ড আপডেট করতে বলা হয়েছে। এর জন্য পরিচয় পত্র ও ঠিকানার কাগজপত্র জমা দিতে হবে। যদি কারো আধার কার্ড আপডেট করতে হয়, যেমন-নাম ঠিকানা, তবে অনলাইনে১৪ ই ডিসেম্বরের আগে বিনা খরচে তা আপডেট করা যাবে।এই সময়ের পর আপডেট করলে ৫০ টাকা খরচ লাগবে।

আরও পড়ুন
*শ্বশুর-জামাইয়ের দারুন মিল! স্বামীর সঙ্গে বাবার কোন মিলের কথা জানালেন সোনাক্ষী?