দীর্ঘ ২৭ বছর পর আসতে চলেছে বলিউডের অন্যতম সফল সিনেমা ‘বর্ডার’এর সিক্যুয়েল ‘বর্ডার ২’। আর সেখানে থাকবেন জনপ্রিয় গায়ক তথা অভিনেতা দিলজিত দোসাঞ্জ। সম্প্রতি সেই তথ্যই তিনি তুলে ধরেছেন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। এর আগে আমরা শুনেছিলাম সেখানে বরুণ ধাওয়ানকে দেখা যাবে।
তারপরই এবার আরও এক নায়কের উপস্থিতির কথা জানা গেল। একটি ভিডিও পোস্ট করে দিলজিত লিখেছেন, ‘প্রথম গুলি শত্রু চালাবে আর শেষ গুলি চালাবো আমরা। এই শক্তিশালী টিমের সদস্য হতে পেরে এবং আমাদের সেনাদের পদচিহ্নে হাঁটতে পেরে আমি সম্মানিত।’ যা দেখার পর উচ্ছ্বসিত দর্শকেরা।
একজন লিখেছেন, ‘অ্যাভেঞ্জারের মতোন আবহ তৈরি হয়েছে। ব্লকবাস্টার হবে সিনেমাটি।’ আবার একজন লিখেছেন, ‘সানি দেওল ভারতীয় সিনেমার ইতিহাসে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব।’ জানা গিয়েছে, এই সিনেমাটি পরিচালনা করবেন অনুরাগ সিং।
প্রযোজনার দায়িত্বে রয়েছেন ভূষণ কুমার, কৃশাণ কুমার, জে.পি দত্ত এবং নিধি দত্ত। সম্প্রতি অভিনেতা সানি দেওল সোশ্যাল মিডিয়ায় এই সিনেমা সম্পর্কে ঘোষণা করেছিলেন। দীর্ঘ ২৭ বছর পর দর্শকদের প্রিয় সিনেমার সিক্যুয়েল আসার কথা শুনে স্বাভাবিকভাবে সকলে উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন।
জানা গিয়েছে, এই সিনেমাটি সেই একই জায়গায় শ্যুট করা হবে চলতি বছরের অক্টোবর মাস থেকে এবং সেটি মুক্তি পাবে আগামী বছরের ২৩ শে জানুয়ারী। উল্লেখযোগ্য ১৯৯৭ সালে ‘বর্ডার’ সিনেমা তৈরি হয়েছিল ১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের প্রেক্ষাপটে। যেখানে গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন সুনীল শেট্টি, জ্যাকি শ্রফ এবং অক্ষয় খান্না।
আরও পড়ুন,
*Y chromosome: পৃথিবী পুরুষ-শূন্য হওয়ার আশঙ্কা গবেষণায়, কত বছর পর?