প্রেমিক এখন শহরে, কোথায় ডেটে গেলেন দিতিপ্রিয়া রায়?

প্রেমিক এখন শহরে, তাইতো তার সাথে চুটিয়ে সময় কাটাচ্ছেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায়! তারই এক ঝলক তুলে ধরেছিলেন সোশ্যাল মিডিয়ায়। খুব অল্প বয়সেই টেলিভিশন ধারাবাহিকে যাত্রা শুরু করেন এই অভিনেত্রী। এরপর আর তাকে পেছন ফিরে তাকাতে হয়নি। হাতে এসেছে একের পর এক কাজ।

তবে তার সবথেকে জনপ্রিয় কাজ হলো ‘করুণাময়ী রানী রাসমণি’ ধারাবাহিক। যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে তাকে। এছাড়াও একাধিক সিনেমায় কাজ করেছেন তিনি। একদিকে তার কেরিয়ার যেমন ক্রমাগত উপরে উঠছে, তেমনি ব্যক্তিগত জীবনেও কিন্তু বেশ সফল দিতিপ্রিয়া।

যে তথ্য বারবার উঠে এসেছে তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। বেশ কয়েকজন অভিনেতার সাথে তাকে নিয়ে জল্পনা চললেও তিনি স্পষ্ট করে দিয়েছেন তিনি ইন্ডাস্ট্রির কারোর সাথে সম্পর্কে আবদ্ধ নন বরং তিনি অন্য এক মানুষের সাথে প্রেম করছেন। যিনি ইন্ডাস্ট্রির কেউ নন এবং তিনি কলকাতাতেও থাকেন না।

মাঝেমধ্যে কলকাতায় এলে তার সাথে চুটিয়ে সময় উপভোগ করেন তিনি। সম্প্রতি সেরকমই ঘুরতে যাওয়ার একটি ছবি তিনি পোস্ট করেছেন তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে। যেখানে দেখা যাচ্ছে এক আলো ঝলমলে রাস্তায় দাঁড়িয়ে রয়েছেন দু’জন। তার প্রেমিক সামনে তাকিয়ে রয়েছেন এবং দিতিপ্রিয়া পেছন ঘুরে ক্যামেরার দিকে তাকিয়ে পোজ দিয়েছেন।

এই ছবিতে মুখ দেখা যায়নি তার প্রেমিকের। আর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমি যদি আবার জীবন পাই তাহলে সেই সমস্ত ভুল বারবার করবো যতক্ষণ না তারা আমাকে তোমার কাছে নিয়ে যায়।’ জানা গিয়েছে তার প্রেমিককে ঋভুবাবু বলে ডাকেন তিনি। এছাড়া কোনো তথ্য প্রকাশ করেননি। জানিয়েছেন প্রেমের বয়স ৬ মাস হলে সবটা খোলসা করবেন।