নিষ্ঠুর ক্যানসার কেড়ে নিয়েছে তিশার প্রাণ! বাবার কোলে মাথা রেখেই হাউহাউ কান্না করলেন সোনু নিগম

কৃষাণ কুমারের মেয়ে তিশা কুমারের শোকসভায় গিয়ে বিধ্বস্ত সংগীতশিল্পী সোনু নিগম! কৃষাণের কোলে মাথা রেখে হাউমাউ করে কাঁদতে দেখা যায় তাকে। সম্প্রতি সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। অভিনেতা তথা প্রযোজক কৃষাণ কুমারের মেয়ে তিশা দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন।

হাজার প্রচেষ্টার পরেও তাকে বাঁচানো যায়নি। কৃষাণ হলেন টি-সিরিজের প্রধান ভূষণ কুমারের খুরতুতো ভাই। এদিন তিশার শোকসভায় উপস্থিত হয়েছিলেন সংগীত জগৎ থেকে শুরু করে অভিনয় জগতের অনেক তারকারা। সেখানেই দেখা যায় সোনু নিগমকেও।

ইনস্টাগ্রামে পোস্ট হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে সোনু কৃষাণের কাছে মেঝেতে বসে রয়েছেন। এরপর তার কোলে মাথা রেখে কাঁদতে শুরু করেন তিনি। এরপর তাকে সান্ত্বনা দেন সন্তানতারা বাবা নিজেই। ভিডিওতে দেখার পর একজন লিখেছেন ‘উনি নিজেও একজন বাবা, তাই তিনি কৃষাণ কুমারের জন্য সহানুভূতিশীল।’

আরেকজন লিখেছেন, ‘সোনু হলেন খাঁটি আত্মা। তিনি লোকের ব্যথা অনুভব করতে পারেন।’ কারো কারো মতে সোনু ভীষণই আবেগপ্রবণ মানুষ। অন্যদিকে তিনি ছাড়াও এদিন সেখানে উপস্থিত ছিলেন অনু মালিক, উদিত নারায়ণ, জ্যাকি শ্রফ থেকে শুরু করে অন্যান্য তারকারা।

উল্লেখযোগ্য, ২০০৩ সালের ৬ই সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন তিশা। দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন তিনি। জার্মানিতে তার চিকিৎসা চলছিল। গত ১৮ই জুলাই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। যদিও রবিবার ২১শে জুলাই শেষকৃত্য হওয়ার কথা ছিল। তবে আবহাওয়া খারাপের কারণে মৃতদেহ বহনকারী বিমানটিকে আহমেদাবাদের দিকে ঘুরিয়ে দেওয়া হয়।