‘তারক মেহতা কা উল্টা চশমা’-র দয়াবেন ছেড়ে দিলেন ৬৫ কোটি টাকার অফার! কিন্তু কেনো তিনি এমনটা করলেন?

“তারক মেহতা কা উল্টা চশমা” এর কথা আমরা সকলেই জানি। এই ধারাবাহিকটি ২০০৮ সালে শুরু হয়েছিল, এটি মূলত হাসি ঠাট্টা নিয়ে ছিল। এখানে দয়াবেন চরিত্রটি মন কেড়েছিল জনগণের। এই চরিত্রে অভিনয় করেছিলেন দিশা ভকানি। তিনি নানান ধরনের হাসির হাসির কথা বলে মানুষকে ইন্টারটেন্ট করতো। প্রায় ছয় সাত বছর ধরে তাকে আর টিভির পর্দায় দেখা যায়নি।

ইতিমধ্যে জানা গিয়েছিল,‘বিগ বস্ ১৮’-এ নাকি দয়াবেন অর্থাৎ দিশা ভকানি কে দেখা যাবে। শোনা গেছে তাকে নাকি ৬৫ কোটি টাকার প্রস্তাব দেয়া হয়েছিল বিগ বস থেকে কিন্তু তিনি সেই প্রস্তাব গ্রহণ করেননি।

দিশা ভকানির মেয়ে হওয়ার সময় তিনি 2017 সাল থেকে পর্দার বাইরে ছিলেন। মেয়ে হওয়াতে অভিনয় থেকে দূরেই ছিলেন দিশা ভকানি। এরপর আবারো দিশা ভকানি “তারক মেহতা কা উল্টা চশমা” ধারাবাহিকে কাজ শুরু করেন।

বেশ কয়েকবার তার এই ধারাবাহিককে ফেরা নিয়ে কথা হয়েছিল তবে হয়তো কোনো কারণবশত সেটা আর হয়ে ওঠেনি। শোনা যাচ্ছে দিশা ভকানি নাকি কোটি কোটি টাকার প্রস্তাবও ফিরিয়ে দিলেন। কারণ তিনি আর কোন রিয়ালিটি শো এর সাথে কাজ করতে চাইছেন না।

error: Content is protected !!
শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক