Debmalya-Madhumita: দেখতে দেখতে একসাথে একটা বছর পার করে ফেললেন তারা। ভালোবাসার এক বছর পূর্তিতে বিশেষ পোস্ট অভিনেত্রী মধুমিতার প্রেমিক দেবমাল্য চক্রবর্তীর। প্রথমদিকে তাদের সম্পর্ককে একপ্রকার লুকিয়ে রেখেছিলেন তারা। তবে ধীরে ধীরে সবটাই প্রকাশ্যে এনেছেন।
আরও পড়ুন,
প্রয়াত জুবিন গার্গের শোকে ডুবে রাজ্যবাসী, এমন পরিস্থিতে অসম ছুটলেন ভাস্কর!
বর্তমানে একসঙ্গে থাকছেন এই জুটি। ভালোবাসা, খুনসুটি, ঝগড়া সবমিলিয়ে একটা বছর ভীষণ আনন্দে কাটলো দু’জনের। এদিন দুটি ছবি পোস্ট করেছেন দেবমাল্য। যার একটি এক বছর আগেকার এবং আরেকটি সদ্য তোলা। ক্যাপশনে লেখা, ‘অকৃত্রিম উন্মাদনা, অভূতপূর্ব প্রশান্তি এবং অটল ভালোবাসা। ১ বছর হলো, আজীবন বাকি।’
যা দেখার পর তাদের ভালোবাসায় ভরিয়ে তুলেছেন প্রত্যেকে। এছাড়া আগামী জীবনের জন্য শুভেচ্ছা জানিয়েছেন। পাশাপাশি এও প্রশ্ন করেছেন শুভ কাজটা কবে সারতে চলেছেন তারা? যদিও এই বিষয়ে এখনো কিছু খোলসা করে জানাননি এই জুটি। উল্লেখযোগ্য, বর্তমানে মধুমিতা টেলিভিশনের পর্দায় ফিরে এসেছেন।
আরও পড়ুন,
Koel: বাড়ির ভাগ নিয়ে আদালতে ছোটাছুটি করে এবার পুজোয় মাতলেন ‘স্বার্থপর’ কোয়েল
অভিনয় জীবন শুরু করেছিলেন টেলিভিশনের মাধ্যমেই। মাঝখানে টলিউডে দীর্ঘদিন কাজ করার পর ফিরে এসেছেন আবারও পুরনো জায়গায়। অন্যদিকে দেবমাল্য মূলত আইটি কর্মী। এছাড়া তিনি দুর্দান্ত ক্রিকেট খেলেন। তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বিভিন্ন ক্রিকেটের দৃশ্য দেখা যায়।
কেরিয়ারের শুরুতেই মধুমিতা প্রেমে পড়েছিলেন তার সহ-অভিনেতা সৌরভ চক্রবর্তীর। এমনকি খুব অল্প বয়সেই বিবাহ সম্পন্ন করেছিলেন তারা। তবে সেই সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি। কয়েক বছরের মধ্যেই বিচ্ছেদের পথে হাঁটতে হয় তাদের। দীর্ঘ সময় পর ফের তার জীবনে বসন্ত নিয়ে এসেছেন দেবমাল্য। আপাতত তার সাথেই বাকিটা জীবন কাটানোর অঙ্গীকার নিয়েছেন মধুমিতা।
আরও পড়ুন,
কাঞ্চনের সঙ্গে বিয়ে হওয়ার পরই কি তবে বেশি কাজের সুযোগ পাচ্ছেন শ্রীময়ী? জানুন শ্রীময়ীর জবাব