Madhumita-Debmalya: আজ তার সবথেকে কাছের মানুষের জন্মদিন, তাইতো টুকরো টুকরো মুহূর্তগুলিকে একসঙ্গে একটি ভিডিও করে পোস্ট করলেন দেবমাল্য চক্রবর্তী। সকলেই জেনে গিয়েছেন তিনি অভিনেত্রী মধুমিতা সরকারের প্রেমিক। প্রথমদিকে সম্পর্ক নিয়ে রাখঢাক করলেও এখন সবটাই প্রকাশ্যে এসেছে।
দীর্ঘদিন ধরে একসঙ্গে থাকছেন তারা। মধুমিতা নিজের পরিবারের সঙ্গে নয় বরং প্রেমিকের পরিবারের সঙ্গেই বসবাস করছেন। ইতিমধ্যেই তাদের সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে নানান ছবি থেকে শুরু করে ভিডিও। যা দেখে এটাই স্পষ্ট হয়েছে দু’জন দু’জনের সাথে আনন্দে সময় কাটাচ্ছেন।
আজ অভিনেত্রীর জন্মদিন। নিজেদের কাটানো বেশ কিছু আদুরে মুহূর্ত দিয়ে একটি ভিডিও তৈরী করেছেন দেবমাল্য। যেটি পোস্ট করেছেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। আর ক্যাপশনে লিখেছেন, ‘আমার সর্বশ্রেষ্ঠ বন্ধু, আমার সখী, আমার অপরাধের সঙ্গী, সমালোচক এবং সবথেকে বড়ো কথা আমার জীবনের ভালোবাসাকে শুভ জন্মদিন। তুমি আমাকে সম্পূর্ণ করেছো।’
ভিডিওটি পোস্ট করতেই সেখানে অভিনেত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ভক্ত থেকে শুরু করে অন্যান্য তারকারাও। সাথে তাদের আগামী জীবনের জন্য অনেক অনেক শুভকামনা জানিয়েছেন। উল্লেখযোগ্য, একবার ভালোবেসে মন ভাঙলেও দ্বিতীয়বার প্রেম খুঁজে পেয়েছেন মধুমিতা।
দীর্ঘ সময় একা থাকার পর তার জীবনে প্রবেশ ঘটেছে দেবমাল্যর। অভিনেত্রীর অতীত ভুলিয়ে নতুন করে তাকে বাঁচতে শিখিয়েছেন তিনি। প্রত্যেকটি মুহূর্ত একসঙ্গে উপভোগ করেন তারা। বিভিন্ন জায়গায় ঘোরা থেকে শুরু করে বাড়িতে সময় কাটানো সবমিলিয়ে আনন্দে কাটছে দু’জনের জীবন।
#Madhumita #Debmalya #Birthday
