মেয়েকে নিয়ে প্রথমবার বড়দিন পালন করলেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ও অভিনেতা রণবীর সিং! আমরা সকলেই জানি এই বিশেষ দিনে সান্তাক্লজের কাছে তাদের মনের কামনা জানান সবাই। তারা জীবনে কী চান সেই বিষয়টি উপহার হিসেবে আবদার করেন সান্তাক্লজের কাছে।
তবে অভিনেত্রী সবকিছুই পেয়ে গিয়েছেন জীবনে। ভালোবাসা, সাফল্য এবং কয়েক মাস আগে যেটুকু খালি জায়গা ছিল সেটুকু ভর্তি হয়ে গিয়েছে কন্যা সন্তান দুয়ার জন্মের মাধ্যমে। যার ফলে তারা হৃদয় পরিপূর্ণ। সেই বিষয়টি তিনি জানাতে চেয়েছেন একটি পোস্টের মাধ্যমে।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন তিনি। যেটি মূলত ক্রিসমাস ট্রি’র। এই গাছে মূলত বিভিন্ন রকমের উপহার, নাম ইত্যাদি ঝোলানো থাকে। সেখানেই রয়েছে রণবীর দীপিকা এবং দুয়া লেখা। সাথে তিনি ক্যাপশনে লিখে দিয়েছেন, ‘আমার হৃদয় পরিপূর্ণ’। অর্থাৎ তিনি জীবনে সবকিছু পেয়ে গিয়েছেন।
এই ছবি দেখার পর তাকে ভালোবাসায় ভরিয়ে তুলেছেন ভক্তরা। যদিও অনেকে তার কন্যা সন্তানের এক ঝলক দেখার জন্য আবদার জানিয়েছেন। কারণ, এখনো পর্যন্ত দুয়াকে প্রকাশ্যে আনেননি এই জুটি। শুধুমাত্র তার পায়ের ছবি দেখিয়েছিলেন দীপাবলীর সময়।
আপাতত সোশ্যাল মিডিয়া থেকে তাকে দূরেই রাখতে চাইছেন এই জুটি। উল্লেখযোগ্য, দীর্ঘ সময় সম্পর্কের থাকার পর বিয়ের পিঁড়িতে বসেন রণবীর এবং দীপিকা। দীর্ঘ বিবাহিত জীবন পার করার পর অভিনেত্রী মা হয়েছেন কয়েক মাস আগেই। ফলস্বরূপ তাদের পরিবারে এখন খুশির জোয়ার। আপাতত কাজ থেকে বিরতি নিয়েছেন দীপিকা।