গত ২৫শে ডিসেম্বর ছিল টলিউড সুপারস্টার দেবের জন্মদিন। আর এই বিশেষ দিনে যে জাঁকজমকপূর্ণ পার্টির আয়োজন করা হবে তা আর বলার অপেক্ষা রাখে না। সেরকমই একটি পার্টিতে উত্তাল নাচতে দেখা গেল ‘বার্থডে বয়’ দেব এবং আরেক অভিনেতা যীশু সেনগুপ্তকে।
সম্প্রতি সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কয়েকদিন আগেই মুক্তি পেয়েছে তাদের সিনেমা ‘খাদান’। সেটি মুক্তি পাওয়ার পর কী পরিমাণ জনপ্রিয়তা অর্জন করেছে তা আমরা সকলেই জানি। তাই তো এবারের জন্মদিনের আনন্দ ছিল অন্যান্য জন্মদিনের থেকে অনেকটাই বেশি।
এদিন দেব এবং যীশুকে এই সিনেমার নামকরা গান ‘হায়রে বিয়ে হল কেন’তে নাচতে দেখা গিয়েছে। দুর্দান্ত এক্সপ্রেশনের সাথে নেচেছেন এই অভিনেতা। তবে তাদের পাশাপাশি সেখানে উপস্থিত ছিলেন সিনেমার অন্যান্য কলাকুশলীরাও। প্রত্যেককেই এই গানে কোমর দোলাতে দেখা গিয়েছে।
তবে শুধু এই গানই নয় আরেকটি ভিডিওতে দেখা যায় দেবের অন্য সিনেমার গান ‘মন মানে না’র হুক স্টেপ করছেন দেব এবং তার বান্ধবী রুক্মিণী মৈত্র। গানে যেভাবে অভিনেতা নেচেছিলেন ঠিক সেভাবেই নাচতে দেখা গিয়েছে তাকে। তার জন্মদিনের এই টুকরো টুকরো ঝলক ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।
যা দেখে এটাই স্পষ্ট হয় যে জন্মদিন বেশ উপভোগ করেছেন অভিনেতা। অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় উপচে পড়েছে ভক্তদের শুভেচ্ছাবার্তা। প্রত্যেকে তাদের প্রিয় অভিনেতাকে জন্মদিনের একরাশ ভালোবাসা জানিয়েছেন। প্রসঙ্গত, ‘খাদান’ এখনো পর্যন্ত রাজত্ব করে চলেছে প্রেক্ষাগৃহগুলিতে।