‘শুভশ্রী দুই বাচ্চার মা, ওর মধ্যে যদি সেই সারল্য না থাকত তাহলে অন্য অভিনেত্রী..!”, ‘ধূমকেতু’ প্রসঙ্গে মন্তব্য দেবের, “২০২৫-এ দাঁড়িয়ে এটি অপমানজনক” বলছেন শুভশ্রী

বক্সঅফিসে ‘ধূমকেতু’ সফল সিনেমা হিসেবে সকলের কাছে উদাহরণ হয়ে দাঁড়িয়েছে। ‘দেশু’ জুটির শেষ ছবি দেখতে প্রেক্ষাগৃহে মানুষ ভীড় জমিয়েছেন। ভোররাত থেকে শুরু হওয়া শো দেখতে গিয়েছেন মানুষ। ইতিমধ্যে ছবিটি বক্সঅফিসে ৩০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। কিন্তু এরই মাঝে ভোল বদল ঘটেছে অভিনেতা দেবের, এমনটাই মনে করছেন অনুরাগীরা। ছবির দারুণ ব্যবসার পর ফের কি তবে দেব-শুভশ্রী জুটিতে ফাটল? বর্তমানে তাদের সম্পর্কের সমীকরণ কেমন?

ইন্ডাস্ট্রিতে কান পাতলে শোনা যায় নানান কথা। জানা যাচ্ছে, ‘ধূমকেতু’ ছবির প্রিমিয়ারে শুভশ্রী গাঙ্গুলিকে নাকি ঠিক করে আমন্ত্রণই জানানো হয়নি। তবে কি সিনেমার প্রচার শেষ হওয়ার পর এবার তবে বাদের খাতায় শুভশ্রী গাঙ্গুলি? অনুরাগীরা বলছেন, “এতো ফ্যানেদের আবেগ নিয়ে রীতিমতো ছিনিমিনি খেলা।” এসবের মাঝে আরও একটি মন্তব্য সম্প্রতি যেনো চাপা আগুনে যেনো ঘৃতাহুতি দিলো।

সম্প্রতি একটি মিউজিক চ্যানেলের খোলামেলা আড্ডায় দেবকে জিজ্ঞেস করা হয়, “২০২৫ সালে যদি ‘ধূমকেতু’ তৈরি করা হত তবে কি শুভশ্রীকে কাস্ট করা হত?” প্রশ্নের উত্তরে দেব বলেন, “ডিপেন্ড করছে ও এখন কোন স্টেজে থাকত। ওর বিয়ে হয়ে গিয়েছে কিনা অথবা দুটো বাচ্চার মা হয়ে গিয়েছে কিনা এই সবকিছুই দেখতাম তখন।” এর পাশাপাশি দেব আরও বলেন, “আমি ছবিতে থাকলে আমাকে ওকেও নিতে হত, কিন্তু আমার চরিত্র কী ডিমান্ড করছে সেটাও আমাকে দেখতে হতো। শুভশ্রীর মধ্যে যদি সেই সারল্য না থাকত, তাহলে অন্য অভিনেত্রীকে বেছে নিতে হতো। শুভশ্রীর জায়গায় তখন অন্য কেউ কাজ করত।”

এর পাশাপাশি দেবকে জিজ্ঞেস করা হয় নিজের ছবিতে শুভশ্রীকে প্রথম কাস্ট করার প্রতিশ্রুতি দিয়েছিলেন বলেই কি ‘রূপা’ চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে শুভশ্রীকে?” এই প্রশ্নের উত্তরে দেব জানান, “শুভশ্রী যদি চরিত্রের জন্য যথাযথ না হতেন তাহলে ছবিতে হয়তো তাকে নেওয়া হতো ঠিকই তবে মুখ্য চরিত্রে নয়, হয়তো অন্য কোনও চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেওয়া হত তাকে”। দেবের এমন মন্তব্যে অনুরাগীরা রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন। অনুরাগীরা বলছেন, “শুধুমাত্র ছবির প্রচারের জন্যই শুভশ্রীকে ব্যবহার করেছেন দেব।”

এসবের মাঝে সম্প্রতি নয়নদ্বীপ রক্ষিতের সঙ্গে একটি সাক্ষাৎকারে শুভশ্রী তার জবাব দিয়েছেন। শুভশ্রী জানান, “একজন সংবেদনশীল মানুষ কীভাবে এই ধরনের কথা বলে, আমার জানা নেই। আমার কোনওদিনই পার্শ্বচরিত্র করতে অসুবিধে নেই। আমি ‘সন্তান’ করেছি। আমার কাছে সিনেমার চরিত্রই গুরুত্বপূর্ণ। কিন্তু ২০২৫ সালে দাঁড়িয়ে এরকম একটা অসম্মানজনক মন্তব্য, যেখানে তুমি একটা ছবির প্রচার করছো, একজন হিরোইনের সঙ্গে। আমি সত্যিই জানি না…।”

তবে কি এরপর ফের ‘দেশু’ জুটিকে সিনেমার পর্দায় অভিনয় করতে দেখা যাবে? প্রশ্নের উত্তরে শুভশ্রী ব্যঙ্গাত্মক জবাব, “জানি না, মা হয়ে গিয়েছি, চেহারায় সেই সারল্য তো নেই।” দুই তারকার সম্পর্কের সম্প্রতি বিপরীত সমীকরণের ফলে অনুরাগীদের মত, “সবটাই পাবলিসিটি স্টান্ট নয় তো?”

error: Content is protected !!