জুবিন গর্গের মৃত্যুতে দেবের মন্তব্যে বিতর্ক! নেটিজেনদের কটাক্ষ, ‘আরও কিছু আশা করেছিলাম’

১৯ সেপ্টেম্বর না ফেরার দেশে পাড়ি দিয়েছেন জনপ্রিয় গায়ক জুবিন গর্গ। প্রথমে মনে করা হচ্ছিল এটি একটি স্বাভাবিক মৃত্যু, কিন্তু দিন যত গড়াচ্ছে ততই সামনে আসছে চাঞ্চল্যকর তথ্য। অসমের এই কিংবদন্তি শিল্পীর অকাল প্রয়াণে শুধু অসম নয়, গোটা দেশই স্তম্ভিত হয়ে পড়েছিল।

জুবিন শুধু অসম বা হিন্দি নয়, বাংলা চলচ্চিত্র শিল্পেও শতাধিক গানে কণ্ঠ দিয়েছেন। তাঁর কণ্ঠে সুর মেলানো গানগুলিতে প্রায়ই দেখা গিয়েছে টলিউড তারকা জিৎ ও দেব-কে। দীর্ঘদিন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কাজ করেছিলেন তিনি।

জুবিনের মৃত্যুর সময় নিজের নতুন ছবি ‘রঘু ডাকাত’-এর প্রচারে ব্যস্ত ছিলেন দেব। সেই ফাঁকেই জি ২৪ ঘণ্টা-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি প্রয়াত শিল্পীর মৃত্যুতে শোকপ্রকাশ করেন। দেব বলেন,

বিনোদন
কালীপুজোয় নৈহাটির বড় মা সেজে থাকবেন দেবের বেনারসিতে, আর কে কি দিচ্ছেন?

“জুবিনদা যেভাবে হঠাৎ করে চলে গেলেন তা সত্যিই ভীষণ দুঃখজনক। এত বড় একজন আইকন এত কম বয়সে চলে গেলেন, সেটা মানা যায় না। জুবিনদা আমার কণ্ঠ ছিলেন। অনেক সময় দেখা যায়, এক একজন গায়কের কণ্ঠ এক একজন নায়কের পরিচয় হয়ে ওঠে — আমার ক্ষেত্রে সেটাই হয়েছিল।”

তিনি আরও যোগ করেন, “চোখের জলে ভাসিয়ে দিলাম গানটি আজও সমান জনপ্রিয়। এমন অনেক গান রয়েছে যা কখনও পুরনো হবে না। ভগবান ওঁর পরিবারকে এই কঠিন সময়ে শক্তি দিন, এটাই প্রার্থনা।”

বিনোদন
ধর্মের টানে একসময় ছেড়েছিলেন বলিউডের উজ্জ্বল কেরিয়ার, সম্প্রতি বিয়ে করে চর্চায় উঠে এলেন ‘দঙ্গল’ কন্যা জায়রা ওয়াসিম, দেখুন ছবি

তবে দেবের এই বক্তব্যে সন্তুষ্ট নন নেটিজেনদের একাংশ। তাঁদের মতে, দেবের শোকপ্রকাশে আবেগের ঘাটতি ছিল। কেউ লিখেছেন, “উনি যেভাবে কথা বললেন, মনে হচ্ছে জুবিন ওঁর কাছে খুব ছোট একটা বিষয়।” আরেকজনের মন্তব্য, “যার গান নিয়ে হিট হলে, তার জন্য এতটুকু কথা বললে ঠিক হয় না ভাই! আরও কিছু আশা করেছিলাম।”

অবশ্য কেউ কেউ দেবের বক্তব্যে শ্রদ্ধা খুঁজে পেয়েছেন, কেউ আবার ক্ষোভ প্রকাশ করেছেন। সোশ্যাল মিডিয়ায় চলছে তীব্র আলোচনা — জুবিনের মতো এক মাইলস্টোন শিল্পীর মৃত্যুতে দেবের প্রতিক্রিয়া কি যথেষ্ট ছিল?

সব মিলিয়ে, প্রয়াত জুবিন গর্গকে ঘিরে শোকের আবহের মধ্যেই নেটদুনিয়ায় বিতর্কের ঝড় তুলেছেন দেবের এই মন্তব্য।

বিনোদন
Yalini: মায়ের উঁচু হিল পরে অবলীলায় হেঁটে চলেছে ইয়ালিনী! কপালে চোখ শুভশ্রীর

error: Content is protected !!