ঝলমলে রঙিন দুনিয়ায় তারকারা সবসময় আইডল হিসেবে ধরা দেন। তার ভক্তদের কাছে তিনি হয়ে ওঠেন এক বিশেষ মানুষ হিসেবে। কিন্তু রঙিন দুনিয়ার বাইরে বেরিয়ে তার নিজের জীবনে অন্ধকার বাস্তব থাকে যা সকলের কাছে অজানা হয়েই থেকে যায়। বর্তমানে বিনোদন দুনিয়ায় অন্যতম চর্চার বিষয় হয়ে উঠেছে ভারতীয় ক্রিকেট দলের জনপ্রিয় খেলোয়াড় যুজবেন্দ্র চাহাল ও ধনশ্রী বর্মার বিবাহবিচ্ছেদ।
আসলেই তাদের বিচ্ছেদ কী কারণে হয়েছিল তা সকলেরই অজানা। মাত্র পাঁচ বছরের বিবাহিত জীবনের পর দু’জনে তাদের আলাদা রাস্তায় হেঁটে এগিয়ে চলেছেন। তবে তাদের বিবাহবিচ্ছেদ হলেও এই বিষয় নিয়ে কখনই তারা কেউ মুখ খোলেননি। দীর্ঘদিন আদালতে বিবাহবিচ্ছেদের মামলা চলেছে। আর সেইসময় একের পর এক বিশেষ পোশাকে হাজির হয়েছিলেন যুজবেন্দ্র চাহাল।
এবার এই বিষয় নিয়েই একটি পডকাস্টে মুখ খুললেন জনপ্রিয় মডেল ও যুজবেন্দ্র চাহালের প্রাক্তন স্ত্রী ধনশ্রী বর্মা। আদালতে মামলা চলাকালীন যুজবেন্দ্র একটি টিশার্ট পরে আসেন যাতে লেখা ছিল ‘বি ইয়োর ওন সুগার ড্যাডি’। আর এই টিশার্ট অনুরাগীদের নজর কাড়ে। এরপর ধনশ্রী বর্মাকে উদ্দেশ্য করে নেটিজেনদের আক্রমণ ধেয়ে আসে। কিন্তু ধনশ্রীর প্রাক্তন স্বামী কেনো এমন পোশাক পরলেন?
ধনশ্রীকে নেট দুনিয়ায় ‘গোল্ড ডিগার’-ও বলা হয়েছিল। ধনশ্রী এই বিষয়ে বলেন, “মাত্র পাঁচ বছরেই আমাদের বিয়ে ভেঙে গেল। কিছুতেই যেন মানতে পারছিলাম না। রায় শোনার পর নিজেকে ধরে রাখতে পারিনি। আদালতেই চিৎকার করে উঠি।” এরপর তিনি বলেন, “আমি বুঝতে পেরেছি, বিয়েটা ২ তরফকেই টিঁকিয়ে রাখতে হয়। বিয়ে ভালবাসা নিয়ে আসে এই কথা সত্যি, কিন্তু বিয়ে যখন ভাঙে, তখন পড়ে থাকে কেবল অবিশ্বাস। আমার বিয়ে ভাঙার দিনটা আমার কাছে, আমার পরিবারের কাছে ভীষণ কষ্টের ছিল। আমি ভীষণভাবে ভেঙে পড়েছিলাম।”