ক্রিকেট ছেড়ে এবার নাচে মনোযোগ ধোনির! ভাইরাল ভিডিও

শুধুমাত্র দক্ষ ক্রিকেটার নন তিনি অসাধারণ নাচতেও পারেন। সম্প্রতি সেই দৃশ্যই উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। হয়তো অনেকেই ইতিমধ্যে সেই ভিডিও দেখেছেন। তিনি হলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তাকে নিয়ে আলাদা করে কিছু বলার অপেক্ষা রাখে না।

ভক্তদের মনে তিনি রীতিমতো রাজত্ব করছেন। আর এবার সম্প্রতি তার নাচের একটি ভিডিও উঠে এসেছে। মূলত স্ত্রী, কন্যা এবং অন্যান্য সদস্যদের নিয়ে পাহাড়ে বেড়াতে গিয়েছিলেন তিনি। আর সেখানে গিয়ে পাহাড়ি গানে সেখানকার স্থানীয় মানুষদের সাথে নাচে মেতে উঠেছেন।

একাধিক সোশ্যাল মিডিয়া পেজে সেই ভিডিও বর্তমানে ভাইরাল। যেখানে দেখা যাচ্ছে পাহাড়ি মানুষদের সাথে তালে তাল মিলিয়ে নাচছেন সকলে মিলে। সেই নাচ যে দর্শকেরা ভীষণ পছন্দ করেছেন তা বোঝা গিয়েছে বিভিন্ন মন্তব্য দেখেই। প্রত্যেকের মুখে একটাই কথা তিনি ভীষণই গুণী মানুষ।

কারণ, এর আগে তার গানের একটি দৃশ্য উঠে এসেছিল। একটি বিজ্ঞাপনে দেখা গিয়েছিল তাকে গান গাইতে। নাচ, গান, ক্রিকেট সব মিলিয়ে বলতে গেলে সবক্ষেত্রেই বাজিমাত করেন ‘থালা’। উল্লেখযোগ্য, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন তিনি।

বর্তমানে তাকে আইপিএলে ‘চেন্নাই সুপার কিংস’ দলের হয়ে খেলতে দেখা যায়। তবে ক্রিকেট ছাড়াও বিভিন্ন সংস্থার বিজ্ঞাপনে কাজ করেন তিনি। শুধু তাই নয় অবসর সময়ে তিনি তার ফার্মহাউসে থাকতেই পছন্দ করেন। সেখানে ট্রাক্টর চালাতেও দেখা যায় তাকে। সবমিলিয়ে জীবনটাকে ভরপুর উপভোগ করছেন এই ক্রিকেটার।