হাতে হাত রেখে ‘ধূমকেতু’র ট্রেলার লঞ্চে দেব-শুভশ্রী! আবেগপ্রবণ ভক্তরা

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে মুক্তি পেল শুভশ্রী ও দেব অভিনীত ‘ধূমকেতু’ সিনেমার ট্রেলার। ইতিমধ্যেই সেটি ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। কারণ, বাংলা ইন্ডাস্ট্রি বহুদিন পর একটি শক্তিশালী সিনেমা উপহার দিতে চলেছে দর্শকদের। ট্রেলার দেখে খানিকটা আঁচ করা গিয়েছে সিনেমার কাহিনী।

যেখানে থাকবে দেশপ্রেম, আত্মত্যাগ, ষড়যন্ত্র এবং সবশেষে হারিয়ে যাওয়া প্রেম। দায়িত্ব ও কর্তব্য পালন করতে গিয়ে কীভাবে নায়ক নিজের কাছের মানুষদের হারিয়ে ফেলে সেই কাহিনী বলবে ‘ধূমকেতু।’ সিনেমায় দেবের চরিত্রের নাম ভানু যিনি একজন সৈনিক।

তার স্ত্রীর ভূমিকায় দেখা যাবে শুভশ্রীকে। তবে তারা বিয়ের পর সংসার করতে পারবে কিনা তা এক প্রকার রহস্য এই ট্রেলারে। যেহেতু সিনেমাটি দেশপ্রেম সংক্রান্ত তাই সেটি মুক্তির জন্য নির্ধারিত করা হয়েছে স্বাধীনতা দিবসের আগের দিন অর্থাৎ ১৪ই আগস্ট।

৪ঠা আগস্ট নজরুল মঞ্চে লঞ্চ হয়েছে এই ট্রেলার। যেখানে দর্শকদের ভীড় ছিল চোখে পড়ার মতো। সোশ্যাল মিডিয়ায় সেই ট্রেলার উঠে আসতেই নানান মন্তব্য করেছেন ভক্তরা। কেউ কেউ লিখেছেন, ‘আবার যেন সেই ছোটবেলায় ফিরে গেলাম।’ কারো মতে, ‘দেব এবং শুভশ্রীই বাঁচিয়ে রাখতে পারবে টলিউডকে।’

এখানেই শেষ নয়! একজন লিখেছেন, ‘এটা যে ১০ বছর পুরনো সিনেমা তা বোঝাই যাচ্ছে না।’ উল্লেখ্য, ‘ধূমকেতু’ পরিচালনা করেছেন কৌশিক গাঙ্গুলী এবং প্রযোজনার দায়িত্ব রয়েছেন রাণা সরকার ও দেবের প্রোডাকশন। দীর্ঘদিন এই সিনেমাটির মুক্তি নিয়ে চলছিল টানাপোড়েন। তবে রাণা সরকার কথা দিয়েছিলেন ‘ধূমকেতু’ মুক্তি পাবে। অবশেষে তার কথাই সত্যি হতে চলেছে।

error: Content is protected !!