‘আজা নাচলে’ গানে নেচে ভাইরাল দিশার দিদি খুশবু, যে প্রশ্ন করছে নেটিজেনরা

Disha's Didi Khushbu danced to the song 'Aaja Nachle'

বলি পাড়ার জনপ্রিয় অভিনেত্রী হলেন দিশা পাটানি। তার জনপ্রিয়তা গোটা দেশ জুড়ে। তাকে চেনে না এমন কেউ নেই। তবে আজকের প্রতিবেদন তাকে নিয়ে নয়, বরং তার দিদি খুশবু পাটানিকে নিয়ে। বর্তমানে খুশবু বেশ চর্চায় থাকেন। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় তিনি। আর সেই কারনে মানুষের কাছে পরিচিত হয়ে গিয়েছেন। তবে তিনি একজন প্রাক্তন ভারতীয় সেনা অফিসার ছিলেন। তবে এখন তিনি সেই কাজ থেকে অবসর নিয়েছেন ও বর্তমানে সামাজিক মাধ্যমে বেশ দেখা যায় তাকে।

মাঝেমধ্যে সোশ্যাল হ্যান্ডেলে কখনও বক্সিং-এর ভিডিয়ো, কখনও শরীরচর্চা, কখনও আবার নাচ, সহ নানান ভিডিয়ো পোস্ট করতে দেখা খুশবুকে। সম্প্রতি তেমনভাবে একটি ভিডিও ভাইরাল হয়েছে তার। সেখানে তাকে দেখা গিয়েছে মাধুরী দীক্ষিতের ‘আজা নাচলে’ গানে অভিনেত্রীর স্টাইল নকল করতে। আর এই ভিডিওটি তিনি নিজের বাড়িতেই তুলেছেন।

যেখানে দেখা গিয়েছে পিছনে ভিডিওতে টেলিভিশনের পর্দায় চলছে মাধুরির নাচের ভিডিও এবং তার সামনেই একই স্টাইলে নাচ করছেন খুশবু। জানা যাচ্ছে, নাচের ভিডিওটি তুলেছেন খুশবুর মা। এরপর সেটি খুশবু নিজের সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করেছেন। আর তারপর থেকে লাইক ও কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। সকলেই তার নাচে বুঁদ হয়ে গিয়েছেন।

কেউ কেউ বলছেন, অলরাউন্ডার ফৌজি, আবার কেউ তার সেনাবাহিনীর চাকরি ছাড়া নিয়ে প্রশ্ন করেছেন। তবে সেনাবাহিনীর চাকরি কেনো তিনি ছাড়লেন তা নিয়ে স্পষ্টত কিছু জানাননি খুশবু। দীর্ঘ ১২ বছর সেনাবাহিনীতে থাকার পর অবসর নিয়েছেন তিনি।

খুশবু পড়াশোনা শুরু করেছেন বরেলির বিবিএল পাবলিক স্কুল থেকে। এরপর তিনি ডিআইটি স্কুল অফ ইঞ্জিনিয়ারিং থেকে ইলেকট্রনিক্স অ্য়ান্ড কমিউনিকেশনে ডিগ্রি লাভ করেন। অবশেষে সরকারি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভারতীয় সেনাবাহিনীতে লেফটেন্যান্ট হিসেবে কাজ শুরু করেছিলেন তিনি।