সমস্ত রকমের ক্রিকেট থেকে অবসর নিলেন ডিজে ব্রাভো

kmc 20240927 173254 JzlD3COO8b

এবার সমস্ত ধরনের ক্রিকেট খেলা থেকে অবসর নিলেন ক্যারিবিয়ান অলরাউন্ডার ডোয়েন ব্রাভো। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি দীর্ঘ পোস্টের মাধ্যমে তিনি এই কথা জানিয়েছেন। তবে অবসর নিলেও ফের তাকে দেখা যাবে। তবে অন্য দায়িত্বে এবার তিনি অবতীর্ণ হতে চলেছেন। এবার আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্স শিবিরে যোগ দিতে চলেছেন তিনি।

জানা যাচ্ছে, আগামী বছরের আইপিএল-এ তাকে মেন্টর হিসেবে দেখা যাবে। কলকাতা নাইট রাইডার্সের তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে যে আগমী মরশুম থেকে মেন্টর হিসেবে দলে যোগ দেবেন ডোয়েন ব্রাভো। তিনি এর আগে কলকাতা ও চেন্নাইয়ের হয়ে আইপিএল-এ ক্রিকেট খেলেছেন। এবার সমস্ত খেলা থেকে সরে গিয়ে মেন্টর হিসেবে কলকাতার পাশে থাকবেন।

চলতি মরশুম পর্যন্ত কেকেআর-এর কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন গৌতম গম্ভীর। এবারের আইপিএল-এ দীর্ঘ কয়েক বছর পর কাপ জিতেছে। আর তারপরই জাতীয় দলের কোচ হিসেবে নিযুক্ত করা হয় গৌতম গম্ভীরকে। আর কেকেআর-এর মেন্টরের জায়গা ফাঁকা হয়ে যায়। সেখানেই জায়গা দেওয়া হল ব্রাভোকে।

কেকেআর দলের সিইও ভেঙ্কি মাইসোরের কথায়, “ডিজে ব্র্যাভো আমাদের টিমে যোগ দিল। ওর জয়ের খিদে, প্রচুর অভিজ্ঞতা ও জ্ঞান আমাদের ফ্র্যাঞ্চাইজি ও প্লেয়ারদের অনেক সাহায্য করবে। আমাদের ফ্র্যাঞ্চাইজির সঙ্গে গ্লোবাল স্তরে যুক্ত ব্র্যাভো। সিপিএল, এমএলসি ও আইএলটি-২০-র পর এ বার আইপিএলেও নাইট টিমের সদস্য হলেন ব্র্যাভো।”

কেকেআর দলের মেন্টর হিসেবে যোগ দেওয়ার পর তার সকল অনুরাগী ও দলের ম্যানেজমেন্ট টিমের সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন তিনি। তবে এবার কেকেআর-এর তরফে নতুন কি চমক দেখতে পাওয়া যায় তাই এবার দেখার অপেক্ষায় সকলে।