কুস্তির দুনিয়ায় একটি জনপ্রিয় নাম হলো ‘দ্য গ্রেট খালি’। তার উচ্চতার জন্য তিনি যেমন জনপ্রিয় তেমনই তার কুস্তির রেকর্ড কারোর অজানা নয়। ২০০০ সালের গোড়ার দিকে কুস্তির দুনিয়ায় জনপ্রিয় হয়ে ওঠেন খালি। তার উচ্চতা ৭ ফুট ১ ইঞ্চি। একের পর এক তাবড় তাবড় কুস্তিগিরকো হারিয়েছেন তিনি। খালির পেশাদার জীবন নিয়ে যেমন কথা তেমনই তার ব্যক্তিগত জীবন নিয়ে অনেকেই জানেন না৷
খালি একজন বিবাহিত পুরুষ। তার স্ত্রী ও দুই পুত্র কন্যা রয়েছে। তার স্ত্রী কখনও লাইম লাইটে আসেননি৷ তাই তাকে কেউ চেনেন না সেভাবে। তবে তার স্ত্রী উচ্চশিক্ষিত। খালির স্ত্রী-এর নাম হারমিন্দর কউর। ১৯৭২ সালের ১২ই জানুয়ারি এক পাঞ্জাবি পরিবারে জন্ম হয় তার। দিল্লির স্কুলে পড়াশোনা করেছেন তিনি।
দিল্লিতে স্কুল শেষ করে দিল্লি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন তিনি। এর পাশাপাশি তিনি দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে স্প্যানিশ ভাষায় ডিপ্লোমা করেছেন। এর পাশাপাশি তার রয়েছে মাস্টার্স ডিগ্রি। যদিও এটি তিনি বিদেশ থেকে অর্জন করেছেন। খালি তার পেশাদার জীবনে একাধিক সাফল্য পেয়েছেন। তেমনই তার স্ত্রী পড়াশোনার জগতে একাধিক ডিগ্রি লাভ করেছেন।
এরপর তাদের পরিবার থেকে বিয়ের ব্যবস্থা করা হয়। ২০০২ সালে বিয়ে হয় তাদের। বিয়ের পর খালির পেশাদার জীবন যেনো আরও দ্রুত এগিয়ে যায়। বিশ্বের দরবারে পৌঁছে যান তিনি। সেইসময় খালির পাশে থেকেছে হারমিন্দর। তাকে সেভাবে লাইম লাইটে আসতে দেখা যায়নি৷
যদিও এই বিষয়ে খালি জানিয়েছিলেন, তার স্ত্রী আড়ালে থাকতে পছন্দ করেন। লাইমলাইটে থাকা তার পছন্দ নয়। তাই নিজেকে খালির পাশে ঢাল করে লাইম লাইট থেকে দূরে থেকেছেন তিনি। এরপর ২০১৪ সালে এক কন্যা সন্তান ও ২০২২ সালে এর পুত্র সন্তান জন্ম হয় তাদের। ছেলেমেয়ে নিয়ে সুখের সংসার খালির।
আরও পড়ুন,
*ফ্রক পরে বুদ্ধবাবুর কোলে বসে, চিনতে পারলেন ছবির খুদে মেয়েটি কে? সে এখন টলি পাড়ার জনপ্রিয় অভিনেত্রী