Doli Sharma’s Haryanvi Stage Dance: আবারো একটি গানে নেচে সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল জনপ্রিয় শিল্পী ডলি শর্মা! যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে থাকেন তারা এই নামটির সাথে পরিচিত হয়ে থাকবেন। ইতিমধ্যে নিজের নাচের মাধ্যমে তিনি তুমুল জনপ্রিয়তা অর্জন করেছেন।
সম্প্রতি তাকে ‘বহু রঙ্গিলি’ নামক গানে নাচতে দেখা গিয়েছে। যেখানে তার এক্সপ্রেশন এবং নাচের স্টেপ ছিল চোখে পড়ার মতোন। তাইতো সেটি ইউটিউবে পোস্ট হতেই ভাইরাল হয়ে গিয়েছে নিমেষে। প্রচুর লোক ভিডিওটি দেখে ফেলেছেন। এছাড়া কমেন্টবক্সে প্রশংসাসূচক মন্তব্য করে ভরিয়ে তুলেছেন সকলে।
ভিডিওটি দেখে এটাই স্পষ্ট যে তিনি কোনো জন্মদিনের অনুষ্ঠানে নিজের নাচ প্রদর্শন করেছেন। আসলে হরিয়ানায় সচরাচর এই ধরনের অনুষ্ঠান দেখা যায়। বিয়ে বাড়ি হোক বা জন্মদিন সেখানে নাচ-গানের আয়োজন করা হয়।
আর এরকম অনুষ্ঠানে নাচ প্রদর্শন করতে দেখা যায় বিভিন্ন শিল্পীদের। এর আগে আমরা এরকম অনুষ্ঠানে দেখেছি স্বপ্না চৌধুরীকে নাচতে। যার দ্বারা তুমুল জনপ্রিয়তা লাভ করেছিলেন সেই শিল্পী। যদিও বর্তমানে তাকে নাচতে দেখা যায় না বরং সংসার নিয়ে ব্যস্ত রয়েছেন তিনি।
তবে তার জায়গায় অন্যান্য বেশ কিছু শিল্পীকে এরকম নাচতে দেখা যাচ্ছে। যার মধ্যে অন্যতম হলেন ডলি শর্মা। স্টেজের মধ্যে(Stage Dance) তার এনার্জি থাকে চোখে পড়ার মতো। রীতিমতো আসর জমিয়ে তোলেন তিনি। যেগুলো সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই রাতারাতি ভাইরাল হয়ে যান।