20240706 074510

মুরগী একটি খুব সাধারণ প্রাণী। আমারা হামেশাই এই প্রাণীটিকে দেখে থাকি। ভোর বেলা ঘুম ভাঙে এই প্রাণীটির ডাকে। আবার মুরগীকে দেখা যায় খাবার খুঁটে খেতে, ঘুরে বেড়াতে। কিন্তু এই অতি সাধারণ মুরগীও এবার চমকে দিলো। রীতিমতো ইংরেজি ও অংকে সেরার সেরা তা প্রমাণ করে দেখালো মুরগী। এই প্রাণী আর যাই হোক, এটি যে বুদ্ধিমান তা অনেকেরই জানা ছিল না।

রীতিমতো ইংরেজি ও অংকে বুৎপত্তি গড়ে উঠেছে মুরগীর। আর তা দেখে নেট দুনিয়ার মানুষ চমকে গিয়েছেন। ঘটনাটি ঘটেছে কানাডায়। কানাডার ব্রিটিশ কলম্বিয়ার গ্যাব্রিওলা দ্বীপে বসবাসকারী এক পশুচিকিৎসক মহিলা তার বাড়িতে ৫টি মুরগি নিয়ে আসেন। তিনি মূলত এনেছিলেন ডিম পাওয়ার জন্য।

মুরগী বাড়িতে ডিম পাড়বে এই আশা করেই মুরগী পাঁচটিকে এনেছিলেন তিনি। কিন্তু তাদের ডিম খাওয়ার পাশাপাশি ওই মহিললা মুরগী গুলিকে পড়াতে শুরু করেন। ইংরেজি হরফ ও অংকের সংখ্যা চেনাতে শুরু করেন তিনি৷ আর মুরগীও বাধ্য পড়ুয়ার মতন পড়ায় মন দেয়।

আর এই ঘটনার হাতেনাতে পান ওই মহিলা। এবার ওই মহিলা মুরগীগুলিকে যে অংক ও সংখ্যা চিনিয়েছিলেন সেগুলির সঙ্গে আরও অচেনা কিছু সংখ্যাকে মিলিয়ে তাদের খুঁজতে বলেন। আর মুরগীগুলিও সঠিকভাবে তা করে দেখায়৷

আর মহিলা বুঝতে পারেন তার মুরগীগুলি মোটেও সাধারণ নয়৷ এরপর মুরগীদের বিশ্ব সেরা করার জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে আবেদন করেন তিনি।