জুবিন গর্গের জন্মদিনে গুয়াহাটি জুড়ে আবেগঘন উদযাপন

১৮ নভেম্বর, মঙ্গলবার—সদ্য প্রয়াত জনপ্রিয় গায়ক জুবিন গর্গের জন্মদিন। বেঁচে থাকলে ৫৪ বছরে পদার্পণ করতেন তিনি। মাত্র কয়েকদিন আগেই প্রিয় শিল্পীর প্রয়াণে শোকাহত হয়েছিল গোটা অসম; সেই আবেগ আরও প্রবল হয়ে উঠল তাঁর জন্মদিনে। রাত পেরোতেই শুরু হয়ে গিয়েছিল স্মরণ ও উদযাপনের নানা আয়োজন। গুয়াহাটি জুড়ে যেন শোক ও আনন্দ মিশে তৈরি হল এক বিশেষ আবহ।

মধ্যরাতেই কেক কেটে স্মরণ ভক্তদের

মঙ্গলবারের প্রথম প্রহর থেকেই গায়কের বাড়ির সামনে ভক্তদের ভিড় বাড়তে থাকে। কেউ হাতে কেক, কেউ ফুল, কেউবা গলায়–মননে ধারণ করে এনেছেন জুবিনের গান। মধ্যরাতে কেক কাটা হয়, একসঙ্গে গাওয়া হয় তাঁর জনপ্রিয় গানগুলি। সাদা ও নীল বেলুনে সাজানো হয় বাড়ির সামনের অংশ—ভক্তদের চোখে জুবিনের প্রতি শ্রদ্ধা আর ভালোবাসারই প্রতীক।

গরিমা শইকীয়ার উপস্থিতি আবেগ বাড়াল আরও

অনুষ্ঠানের মাঝেই হাজির হন জুবিনের স্ত্রী গরিমা শইকীয়া। তিনি ভক্তদের সঙ্গে কথা বলেন, স্মৃতিচারণ করেন। এত মানুষের ভালোবাসা দেখে আবেগে আপ্লুত তিনি। জন্মদিনে স্বামীকে স্মরণ করে সোশ্যাল মিডিয়ায় গরিমা লেখেন—
“জন্মদিন থেকে আগামী জন্মদিনগুলোয় আমরা নিজেদের মতো গল্প শুরু করব।”
এই পঙ্‌ক্তি ছুঁয়ে যায় অসংখ্য অনুরাগীর মন।

রক্তদান শিবির, সামাজিক উদ্যোগেও ভক্তদের অংশগ্রহণ

শুধু কেক কাটা নয়, শহরের বেশ কয়েকটি এলাকায় আয়োজন করা হয় রক্তদান শিবিরও। ভক্তদের বক্তব্য—জুবিন গর্গ শুধু গায়ক নন, মানুষের জন্য কাজ করা তাঁর জীবনের লক্ষ্য ছিল। তাই জন্মদিনে এই উদ্যোগই তাঁকে সর্বোত্তম শ্রদ্ধাঞ্জলি।

জিৎ গাঙ্গুলির বিশেষ সফর

প্রিয় বন্ধুকে স্মরণ করতে গুয়াহাটি পৌঁছান সঙ্গীত পরিচালক জিৎ গাঙ্গুলি। তিনি গরিমার সঙ্গে দেখা করেন এবং এই বিশেষ দিনে জুবিনকে শ্রদ্ধা জানান।

প্রয়াণের পরও জুবিন গর্গের জনপ্রিয়তা, তাঁর প্রতি মানুষের আবেগ যেন একটুও কমেনি। বরং জন্মদিনে তা আরও উজ্জ্বল হয়ে উঠল। গান, স্মৃতি এবং ভালোবাসায় ভরে উঠল গোটা গুয়াহাটি—প্রমাণ করল, শিল্পী চলে যান, কিন্তু তাঁর সৃষ্টি ও অনুরাগ চিরকাল বেঁচে থাকে।

FAQ

১) প্রশ্ন: ১৮ নভেম্বর কোন উপলক্ষে গুয়াহাটিতে উদযাপন হয়েছে?

উত্তর: সদ্য প্রয়াত গায়ক জুবিন গর্গের জন্মদিন উপলক্ষে গুয়াহাটিতে নানা অনুষ্ঠান, কেক কাটা ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

২) প্রশ্ন: ভক্তরা কীভাবে জুবিন গর্গকে স্মরণ করেছেন?

উত্তর: মধ্যরাত থেকে জুবিনের বাড়ির সামনে ভিড় জমে। কেক কাটা, জুবিনের গান গাওয়া এবং বাড়ি সাদা–নীল বেলুনে সাজিয়ে তাঁকে স্মরণ করা হয়।

৩) প্রশ্ন: জুবিনের জন্মদিনের অনুষ্ঠানে তাঁর স্ত্রী গরিমা শইকীয়া কী করেছেন?

উত্তর: গরিমা ভক্তদের সঙ্গে দেখা করেন, স্মৃতিচারণ করেন এবং সোশ্যাল মিডিয়ায় আবেগপূর্ণ বার্তা লেখেন—“জন্মদিন থেকে আগামী জন্মদিনগুলোয় আমরা নিজেদের মতো গল্প শুরু করব।”

৪) প্রশ্ন: জন্মদিনে কোন সামাজিক উদ্যোগ নেওয়া হয়?

উত্তর: জুবিনের স্মরণে শহরের বিভিন্ন জায়গায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়।

৫) প্রশ্ন: কোন সঙ্গীত পরিচালক জুবিনের জন্মদিনে বিশেষভাবে গুয়াহাটি পৌঁছান?

উত্তর: সঙ্গীত পরিচালক জিৎ গাঙ্গুলি বিশেষভাবে গুয়াহাটি গিয়ে গরিমা শইকীয়ার সঙ্গে দেখা করেন এবং জুবিনকে শ্রদ্ধা জানান।

আরও পড়ুন
Mimi: সোনালী আলোয় নেশা ধরালেন মিমি, দেখুন তার জাদুতে মোড়া ছবি

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক